নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ামন বড় নিঃসঙ্গ কাটে অনাথ রাত্রীযাপন

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো,আমি হাত ভরে পান করি জ্যোৎস্না

সোমহেপি

আমি কিছুই না।বুদবুদ।

সোমহেপি › বিস্তারিত পোস্টঃ

দীক্ষাগুরু

০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

গুরুজী স্নিগ্ধচোখে অতল গভীরতা নিয়ে আমাকে দীক্ষা দেন
তার জ্ঞানগর্ব প্রতিটি কথায় আমি মুগ্ধ হয়ে থাকি
তারপর সস্নেহে পিঠে হাত বুলিয়ে বলেন যাহ!-
-জগৎ ভ্রমিয়া দ্যাখ ।
তারপর কয়েকশত সৌর বছর পর ভ্রমণপথে
গুরুজীর সাথে দেখা , তাঁর অবয়ব ঠিক আগের মত
একটি ছায়াবৃক্ষের নিচে বসে ভক্তজনদের দীক্ষা দিচ্ছেন।
আমি সহাস্যে এগিয়ে প্রণাম জানাতেই তিনি ভ্রু কোচকে তাকালেন !
-আমাকে চিনতে পারলেন না ।
অবশেষে নিজের পরিচয় ব্যক্ত করতেই তিনি
অঙ্গুলি নির্দেশে বসে পড়তে বলেন ।
তিনি নতুন নতুন পাঠ শিক্ষা দিতে থাকেন
আমি আদি পাঠ থেকে মিলাতে গিয়ে খোঁচট খাই।

গুরুজী সেই আদি থেকে অন্তহীন
নতুন দীক্ষায় দিক্ষিত করতে থাকেন
ভাবি আর রাত জাগি, প্রতি রাতে খুন হয়ে যাই
গুরুজিকে আমার বেদনা শুধাই
তিনি বলেন অতীত ভুলে যাও
জীবন শুধুই বর্তমানে
অতীত ও ভবিষ্যৎ দু'কূলেই ধোয়াশা।

মন্তব্য ১১ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

অন্ধবিন্দু বলেছেন:
হুম। জীবন শুধুই বর্তমানে... কথার সত্যতা আছে। তবে বর্তমান আসলে অতীত ও ভবিষ্যতেরই পাঠ। ছায়াবৃক্ষের নিচে মুগ্ধ হয়ে শুনলেম আপনার কথা। ভালোলাগা রইলো, সোমহেপি।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০২

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


দীক্ষাগুরুর দীক্ষা ভাল লাগলো।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০২

সোমহেপি বলেছেন: ওকে

৩| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৩

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

৪| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৭

সুমন কর বলেছেন: গুরুজিকে আমার বেদনা শুধাই
তিনি বলেন অতীত ভুলে যাও
জীবন শুধুই বর্তমানে
অতীত ও ভবিষ্যৎ দু'কূলেই ধোয়াশা।


ভিন্ন রকম। ভালো লাগা রইলো।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৩

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

৫| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

সুপান্থ সুরাহী বলেছেন: অসাম!
++

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: তিনি বলেন অতীত ভুলে যাও
জীবন শুধুই বর্তমানে
অতীত ও ভবিষ্যৎ দু'কূলেই ধোয়াশা
- গুরুজী হয়তো ঠিকই দীক্ষা দিয়েছেন। বর্তমানটাই আসল।
কবিতায় ভাল লাগা + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.