নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুই না।বুদবুদ।
মুকুলের বাগানে আমার নিত্য যাতায়াত
অথচ তার সাথে আমার কোন সখ্যতা নেই
এত রং উপেক্ষা করে সখ্যতা করে নিলো অন্ধকার
আজকাল চোখ বড় বেশি আলোকসংবেদী ।
স্নিগ্ধঅন্ধকারে সব কেমন শান্ত
সব কেমন নিরব অনাবিল প্রশান্তি
ছড়িয়ে যায় এসব তোকে বোঝানো যাবে না
গেলাস গেলাস অন্ধকার গলা জ্বালিয়ে নিচে নেমে যায়
চোখে জল নেমে এসে সেই জ্বালা নেভায় ।
আমাকে লুট করে নিলে কিছুই পাবি না
বরং অন্ধকারে বিলিন হয়ে যেতে পারিস
যদি ভালোবাসিস , তখন মুকুলের বাগানের মাঠের
ঘাসের মত লেপ্টে যেতে পারি তোর মাঝে ।
বিনিময়ে অনেকগুলো নিকষ কালোরাত তোকে দেব
কেউ জানবে না আমরা কোথায় কেউ দেখবে না
অনেক কথা হবে তখন ।
মাতালকথন পৃথিবীর শ্রেষ্ঠ কথন
ঝুম বৃষ্টির মত সুখ নেমে আসবে তোর অধরে
ভেবে দ্যাখ চাইলে মুকুলের বাগান তোরও হতে পারে
পৃথিবীতে বেঁচে থাকার কিংবা মরে যাবার একটাই কারণ
মুকুলের বাগান আর তার অন্ধকার ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৫
সোমহেপি বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো স্নিগ্ধ অন্ধকারের নেশাতুর বচন।