নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুই না।বুদবুদ।
আমায় কেউ করছে তাড়া আক্রমণে
আমায় কেউ লুকিয়ে রাখো খুব গোপনে
ধনুক জুড়ে বিষের তীর তীরের ফলা
রাক্ষুসে সেই আগুন চোখে বিষ পেয়ালা
ধরছে মেলে মুখের পরে
আমার মাথায় ভাঙছে পাথর ভীষণ জোরে
খঞ্জরের দাগ পিঠে আমার রক্ত ঝরায়
তোমরা কি কেউ বুঝতে পারো ?
আমায় অনেক আগুন পোড়ায
ঝড়ে উড়ায় ডাল ভেঙে যায় অনায়াসে
বাপে খেদায় মায়ে তাড়ায়
আমার শুধুই বাড়ছে তাড়া
বুকের ভেতর সূর্যটা ও ঢালছে আগুন
জীবন থেকে সেসব কবে হারিয়ে গেছে
......সেসব ফাগুন
মান অভিমান নেই তো আমার যেমন খুশি
রাখতে পারো ভাবতে পারো খেরো খাতা
মনের মত ইচ্ছে যত আঁকতে পারো
দাগতে পারো কলংক দাগ
রাখতে পারো বদ্ধ ঘরে অন্ধকারে
দিনের আলো চাইনে আমি ভীষণ জ্বালা
খসে পড়ে চোখের মণি খসে পড়ে ......
দিনের আলো চাইনে আমি পোড়ায় অনেক
অ নে ক জ্বালা
ছায়া চাইনে মায়া চাইনে চাইনে আদর
ভালোবাসা এসব আমার অনেক আগেই...
মাড়িয়ে গেছে বাসি ফুলের মালার মত...
হারিয়ে গেছে
মস্ত এখন দুনিয়াটা কেবল আমায় করছে তাড়া
আছিস এমন - নিবি আমায় ? সামনে দাঁড়া
আমায় কেউ করছে তাড়া আক্রমণে
আমায় কেউ লুকিয়ে রাখো খুব গোপনে
২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৭
সোমহেপি বলেছেন: ধন্যবাদ মিলন
২| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬
হাসান মাহবুব বলেছেন: দারুণ। মোলায়েম, স্নিগ্ধ।
২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৭
সোমহেপি বলেছেন: ধন্যবাদ অনেক
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮
মিলন মো রাকিব বলেছেন: চমৎকার