নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ামন বড় নিঃসঙ্গ কাটে অনাথ রাত্রীযাপন

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো,আমি হাত ভরে পান করি জ্যোৎস্না

সোমহেপি

আমি কিছুই না।বুদবুদ।

সোমহেপি › বিস্তারিত পোস্টঃ

ঘাম

২৬ শে মার্চ, ২০১৫ সকাল ৮:০১

বউ দেখো কেমন চৈতি হাওয়া, নীশুতি রাত

জানালাটা মেলতেই শরীর জুড়িয়ে যেত

কিন্ত্ত আমার শরীরে কোন ঘাম নেই





বউ দেখো আমার শরীরের ত্বক না ঘেমে ঘেমে

কেমন খসখসে হয়ে গেছে , পেলবতা হারিয়ে যাচ্ছে

স্নিগ্ধতা হারিয়ে যাচ্ছে ক্রমশ শরীর ও মনের

আমি কতদিন ঘামছি না



আমি যতবার তোমাকে এ কথা বলেছি, তুমি বল-

শরীরে ঘাম হচ্ছে না রোদে যাও-

শরীর খসখসে ? নদীর কাছে যাও

কিংবা বৃষ্টিতে ভিজ



বউ জানো আমার শরীরের প্রতিলোমকূপের ভেতর

অনেক ঘাম আমাকে যন্ত্রণা দিচ্ছে খুব

একবার শুধু একবার ঘামতে পারতে বেঁচে যেতাম



শরীরে চিকচিক করছে ঘাম, আসমান ভাঙ্গা জ্যোৎস্না

নামছে আমাদের উদোম গায়, চৈতি হাওয়া....

ভেবে দ্যাখ বউ কতদিন ঘামছি না



বউ তুমি জাননা

রোদ ,বৃষ্টি, নদী ওরা আমার কেউ না

তোমার উত্তাপ নিভে গেলে সূর্যকে আমি চাই না

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৫ সকাল ৮:২১

অনুপম দেবাশীষ রায় বলেছেন: ইশ! ভালো হচ্ছিলো তো! থামায়া দিলেন ক্যান?
আরেট্টু লিখতে্ন....

২| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৩

হাসান মাহবুব বলেছেন: দারুণ।

৩| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:১৮

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লিখেছেন| কত কিছু বোঝালেন সহজে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.