নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুই না।বুদবুদ।
সেদিন সিঁড়ি দিয়ে উঠছিলাম, হঠাৎ মহামান্য ঈশ্বরের সাথে ধাক্কায় -আমি ছিঁটকে পড়ি- আর তার অবয়ব দেখে তাজ্জ্বব বনে যাই । তিনি আমাকে কিছুটা ধমকে বললেন দেখে চলতে পারিস না? আমার তখন চান্দিগরম অবস্থা । কোমড়টা ব্যথায় টনটন করছে । আমি তার পরিচয় নিশ্চিত হতে গিয়ে ক্রোধ সামলাতে পারিনি । শালা খোদায়ী মারাও ? আমি নাহয় অধম ,ক্ষুদ্র অতিশয় । তোর চোখে কি ঠ্যাটা পড়েছে ? তিনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন । আমি ভেতরে ভেতরে ভয়ে মচকে যাচ্ছিলাম । ঈশ্বর বলে কথা ! আমার চিন্তার সমস্ত মিথ্যে করে দিয়ে তিনি মৃদু হাসলেন অতঃপর আমার কাঁধ চাপড়ে ধরে আদুরে ঝাঁকি দিলেন । তারপর থেকে আমাদের কথা চালাচালি । সখ্যতা । তুই তুকারি সম্পর্ক।
আমি সেই গল্পটা লিখতে চাচ্ছিলাম । দীর্ঘ ছয় মাস ধরে ভাবছি । আর শিহরিত হচ্ছি ! নানা শ্বাশুড়ীযন্ত্রণায় গল্পটা আর লেখা হয়ে উঠছিল না ।
শ্বাশুড়ীকে বিয়ে দিয়ে দেব ভাবছি । বিয়েটা হয়ে নিক । শালা গল্প লিখে ফালা ফালা করে দিব । শুধু ঈশ্বর আর আমি । আমাদের খুনসুটির গল্প।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৯
সোমহেপি বলেছেন: ভাল আছি।
আপনি?
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৭
এস এম তারিক জামান বলেছেন: গল্পটার অপেক্ষায় রইলাম..
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৭
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫
সুমন কর বলেছেন: শুধু ঈশ্বর আর আমি । আমাদের খুনসুটির গল্প।
গল্প পড়ার আশায় অাসলাম..........গল্প কই !!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০০
সোমহেপি বলেছেন: এটাই গল্প।
মনে হচ্ছে না?
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: গল্প লিখে যেদিন ফালাফালা করে দিবেন, সেদিন আবার আসব/
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৪
সোমহেপি বলেছেন: ঠিকাছে।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৩
মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হা চমৎকার লিখেছেন
প্রোফেসর শঙ্কু বলেছেন: গল্প লিখে যেদিন ফালাফালা করে দিবেন, সেদিন আবার আসব।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৭
শায়মা বলেছেন: সেদিন সিঁড়ি দিয়ে উঠছিলাম, হঠাৎ মহামান্য ঈশ্বরের সাথে ধাক্কায় -আমি ছিঁটকে পড়ি- আর তার অবয়ব দেখে তাজ্জ্বব বনে যাই । তিনি আমাকে কিছুটা ধমকে বললেন দেখে চলতে পারিস না? আমার তখন চান্দিগরম অবস্থা । কোমড়টা ব্যথায় টনটন করছে । আমি তার পরিচয় নিশ্চিত হতে গিয়ে ক্রোধ সামলাতে পারিনি । শালা খোদায়ী মারাও ? আমি নাহয় অধম ,ক্ষুদ্র অতিশয় । তোর চোখে কি ঠ্যাটা পড়েছে ? তিনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন । আমি ভেতরে ভেতরে ভয়ে মচকে যাচ্ছিলাম । ঈশ্বর বলে কথা ! আমার চিন্তার সমস্ত মিথ্যে করে দিয়ে তিনি মৃদু হাসলেন অতঃপর আমার কাঁধ চাপড়ে ধরে আদুরে ঝাঁকি দিলেন । তারপর থেকে আমাদের কথা চালাচালি । সখ্যতা । তুই তুকারি সম্পর্ক।
হা হা ভাইয়া এইসব পড়ে দেখো মৌলবাদীরা আবার তোমার পিছে ছুটে নাকি!!!!!!!!
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১০
হাসান মাহবুব বলেছেন: কী খবর তোমার?