নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ামন বড় নিঃসঙ্গ কাটে অনাথ রাত্রীযাপন

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো,আমি হাত ভরে পান করি জ্যোৎস্না

সোমহেপি

আমি কিছুই না।বুদবুদ।

সোমহেপি › বিস্তারিত পোস্টঃ

ইংলাক সিনাওয়াত্রার প্রতি

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০

ভয় নেই , ভয় পেয়ো না

আন্দোলন যতই দানা বাঁধুক

তোমার জানা উচিত তোমার সৌন্দর্য

এখনো ফুরিয়ে যায়নি

তোমার দেশ যদি দূর্ভাগ্যবশত তোমাকে বিতারিত করে

ভয় নেই,তুমি চলে এসো

তোমাকে আমি আকাশের মেঘ ছুঁতে নিয়ে যাবো;

তোমার গালে যে আবিরের রং খেলে যায়

তুমি জেনে রাখো গোধূলী বেলার লালিমার সাথে

তার কোন তফাৎ নেই

তুমি চলে এসো

আমি তোমাকে নদীর কূলঘেষা পাহাড়ের কাছে নিয়ে যাবো

তোমার শাসনের চেয়ে তোমার রূপ অনেক বেশি পবিত্র

তুমি চলে এসো এক সন্ধ্যায় মেঘনার পাড়ে-কাঁশবনে বসে

দু'জনে কিছু বাদাম খাব



তোমার দেশ তোমার মুগ্ধতায় হয়ত পাঁচটি বছরই কাটাতে চায় না

কথা দিচ্ছি আজীবন কাটিয়ে দেব

তুমি চলো এসো

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

লিটল হামা বলেছেন: সে কিডা?

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২

সোমহেপি বলেছেন: সে থাইলন্ড থাকে। দেশ চালায়।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১

মামুন রশিদ বলেছেন: ইংলাক এই কবিতা পড়লে গদিটদি ছেড়ে দিয়ে নিশ্চিত চলে আসবে ;) :P

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২

সোমহেপি বলেছেন: আর আসবে! ক্ষমতা প্রেম বিনাসী ।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: এরকম আহবান করেলে তো না আসার কোন কারণ নাই :)


কবিতা ভালা লাগছে

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

সোমহেপি বলেছেন: তাইতো
এখনো এলো না যে!



ধন্যবাদ


৪| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২

সায়েম মুন বলেছেন: কবির আহবানে সারা দিলে দেশ তো রসাতলে যাবে। #:-S

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪

সোমহেপি বলেছেন: তারে কে কইছে দেশ চালাইতে!
কত হিটলার আছে ওসব করনের লাইগা।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তোমার দেশ তোমার মুগ্ধতায় হয়ত পাঁচটি বছরই কাটাতে চায় না
কথা দিচ্ছি আজীবন কাটিয়ে দেব
তুমি চলো এসো


স্বদেশের মানুষ তাঁর রূপের কদর বুঝলো না দেখে আমার কান্না পাচ্ছিল; আপনার কবিতা পড়ে সে কষ্ট কিছুটা হলেও লাঘব হলো। তবে ইংলাক এদেশে এসে রাজনীতিতে জয়েন করলে উতরে যেতে পারেন। স্রেফ কবিরাই তাঁকে ভোটে জিতিয়ে দিবেন।

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬

সোমহেপি বলেছেন: হাহা!

দেখতে হবে না কে কার দুঃখ বুঝতে পারে?

ভাল আছেন আশা করি সোনা ভাই। আজকাল দেখাই যায় না যে?

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩

ইখতামিন বলেছেন:
কবিতা অনেক সুন্দর লেগেছে।



---------
বাব্বা...
ইংলাকের পেরেমে পড়লেন!!! :-* :P :-/

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

না পইড়া উপায় আছে?

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


খাইছে ক্ষমতা ছেড়ে দিয়ে বাদাম খাওয়ার আহবানে কি উনি সাড়া দেবেন ?

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪

সোমহেপি বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই

৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

নাজিম-উদ-দৌলা বলেছেন:
ইনলাক চইলা আইব ক্যান?

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫

সোমহেপি বলেছেন: ধন্যবাদ গল্পকার

৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: খাইসে ! এই কবিতা পড়লে উনি পুরোই বোল্ড খেয়ে যাইতেন ! B:-/

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

সোমহেপি বলেছেন: ধন্যবাদ আদনান শাহ্‌িরয়ার

১০| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: +

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

সোমহেপি বলেছেন: ধন্যবাদ মেঘনা পাড়ের ছেলে।

১১| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪

সকাল রয় বলেছেন:

আন্দোলন যতই দানা বাঁধুক
তোমার জানা উচিত তোমার সৌন্দর্য
এখনো ফুরিয়ে যায়নি


অনেক সুন্দর

২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২

সোমহেপি বলেছেন: অনেক ধন্যবাদ

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৮

এহসান সাবির বলেছেন: লেখাটা ইংলাক সিনাওয়াত্রার কাছে পাঠানো যেতে পারে..

কবিতা ভালো হইছে.....

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

সোমহেপি বলেছেন: ধন্যবাদ সাবির

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

অদৃশ্য বলেছেন:






খুব মজা পেয়েছি লিখাটি পড়ে... অবশ্যই খুব ভালোলাগা...


শুভকামনা...

১৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫০

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.