নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ামন বড় নিঃসঙ্গ কাটে অনাথ রাত্রীযাপন

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো,আমি হাত ভরে পান করি জ্যোৎস্না

সোমহেপি

আমি কিছুই না।বুদবুদ।

সোমহেপি › বিস্তারিত পোস্টঃ

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো

২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪





চুক্তি হবে চুপিচুপি

জানবি না কিছুই

বিক্রি হব আমি আরো

বিক্রি হবি তুই



২.



গদি নিয়ে গদাগদি

আমজনতা দিচ্ছে মাসুল

ওমুক বলে তমুক কর

তমুকেরা বিধান দেখায়

পথে ঘাটে মরছে মানুষ

মরার কোন বিধান যে নাই



সব মফিজেই আটকে আছে

মফিজাদের ঘুম চোখে নাই



কারো ছেলে হাঁটছে দু'পা

বাবা বাবা ডাকছে কেবল

দেখতে তারে মন উচাটন

ঘুম হয় না রাত্রে ভাল



স্বজন টানে আসছে মানুষ

উপচে পড়ে হাওয়ার নগর

বিধানীদের হয়না কিছু

হাওয়া ঘরে গিলছে হাওয়া



চাটার দলে চেটে সাদা

করছে তাদের ময়লা যত

চরম চাটা প্রশ্নের মুখে

ভেক ধরেছে বোকাসোকা



বিধানীরা গোঁ ধরেছে







৩.



কবিতা,তোমাকে দেখি ইতিহাসের মলিন পৃষ্ঠায়

চুন সুরকীর দালাল ঘর দেখলে নস্টালজিক

আমার ভেতর কেউ চিৎকার করে বলে

ওখানে কবিতাদের বাস;

কবিতা

তোমাকে দেখি জরাজীর্ণ দেয়ালঘরে যখন কেউ

ধূপ জ্বালায়;ভাবি সে ঘরে মৃদু আলো ছায়ায়

পিদিম জ্বেলে তুমি পড়ছো শরতের শ্রীকান্ত কিংবা

রবির শেষের কবিতা;চোখে অনন্ত প্রেম নিয়ে তুমি গাইছো

নজরুলের অমর গান-

'পথ চলিতে যদি চকিতে কভু দ্যাখা হয় পরাণো প্রিয়..



থরথর হাতে তুমি কারো দেয়া চিঠি পড়ছো

চিঠিতে কস্ত্তুরীর গন্ধ মাখা

... ক্লান্ত হয়ে তুমি ঘুমিয়ে আছো

বুকে তোমার বই মেলে রাখা



ধোয়াসার মাঝে ভেসে উঠে প্রিয়মুখ

ফুল কুড়ানি মেয়ে

শ্বাশত শিশিরে ভেজা তোমার নগ্ন পা

আর সে পায়ে বাঁধা নূপুর



কবিতা খুব বিসন্নতায় বিমূঢ় হয়ে থাকি যখন দেখি

জীর্ণ কুঠিরের আড়মোড়া ভেঙ্গে দরোজা খুলে কেউ আসে না

নিরবে পলেস্তারা খসে পড়ে ঘরের



তুমি যেখানেই থাকো ভাল থেকো

স্মৃতির রোদবাগানে তুমি হেসে গান গাও

খোঁপায় বকুলের ফুল তুমি গন্ধ ছড়াও

আবক্ষ প্রেম পিয়াসা নিয়ে তুমি এ ঘরে যাও ও ঘরে যাও

তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো

আমি প্রাণ ভরে পান করি জ্যোৎস্না







৫.

এ সব আমার ভালো লাগে না

কী সব আমার ভালো লাগে না?

যেসব আমার ভালো লাগে না।



৬.

শুধু বৃষ্টিতে আর ভালো লাগে না

অন্য কিছু হোক ভিন্ন কিছু হোক

ভিন্ন রকম ঢেউ হোক আজ ভিন্ন রকম ঝড়



৭.

হুম! কিছু একটা করতে হবে

যদি যাই তোর কাছে কে আটকাবে?



৮.

ইস! এত কাজ অফিসে

তার মাঝে ফোন দেয় মফিজে।



৯.



কি বললি ....মাত্র!

আমিতো তারও বেশি

গতকাল রাত্রেও।



১০.



যতই করিস ছলচাতুরী

একদিন পড়বি ধরা

তোরা ধরাকে করিস না সরা



ভাবিস নিজে লোকের কাছে

তোদের বড় প্রয়োজন

জানবি না'তো কখন তোদের

ফুরাইয়া গেলো প্রয়োজন

তোরা

ধরাকে করিস না সরা



মদ্য হইল নেশার বস্ত্ত

খাইলে নেশা হয়

তুমি নিজে হইলে মদ্য

মদ কি মাতাল হয়



তোরা ধরাকে করিস না সরা।



মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

এ্যাংগরী বার্ড বলেছেন: দারুন!! দারুন!!!!!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

সোমহেপি বলেছেন: thanks a lot

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

উপপাদ্য বলেছেন: চমৎকার লিখেছেন তো

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০

সোমহেপি বলেছেন: ধন্যবাদ লিংক দেবার জন্য

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

ইখতামিন বলেছেন: কবিতাগুলো ভালো লাগলো

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১

সোমহেপি বলেছেন: থেঙকিউ

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: সুন্দর লিখেছেন

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৩

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৩

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

মামুন রশিদ বলেছেন: অসাধারণ কবিতাগুচ্ছ । গদি নিয়ে গদাগদি সাম্প্রতিক বাস্তবতার কবিতা ।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪

সোমহেপি বলেছেন: গদি নিয়ে গদাগদিটাই হচ্ছে এ পোষ্টের বাজে কবিতা।


অনেক ধন্যবাদ মামুন ভাই

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: তোরা ধরাকে করিস না সরা।

সহমত।

কিন্তু কে শুনে কার কথা ?

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫

সোমহেপি বলেছেন: নিজেই নিজের কথা শোনে না

ধন্যবাদ

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: গুড গুড :)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫

সোমহেপি বলেছেন: ধন্যবাদ আপু

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০

সায়েম মুন বলেছেন: কবিতাগুলো ভাল লেগেছে প্রতিদিনহ্যাপী।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬

সোমহেপি বলেছেন: ধন্যবাদ সামু

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

হাসান মাহবুব বলেছেন: বৈচিত্রময়। চমৎকার।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২

সুমন কর বলেছেন: পড়তে বেশ লাগল!!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭

সোমহেপি বলেছেন: অনেক ধন্যবাদ
শুভকামনা

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯

শুঁটকি মাছ বলেছেন: বাপ্রে।কঠিন জিনিস!!!!!!!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৯

প্রিন্স মাহমু দ বলেছেন: ভালো লেগেছে!

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৬

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

শাহেদ খান বলেছেন: ভিন্ন রকম ঢেউ হোক আজ ভিন্ন রকম ঝড়


কোথাও ছোট-ছন্দের শক্তিমত্তা, কোনওটায় গভীরতা, কোনওটা হালকা রস (যেমন-৮), আবার ১০-এর মত বাউল ছন্দ - সবটা মিলে সুন্দর উপস্থাপন।

ভাল লাগল পোস্ট। শুভকামনা।

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪

সোমহেপি বলেছেন: অনেক ধন্যবাদ শাহেদ খান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.