নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ামন বড় নিঃসঙ্গ কাটে অনাথ রাত্রীযাপন

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো,আমি হাত ভরে পান করি জ্যোৎস্না

সোমহেপি

আমি কিছুই না।বুদবুদ।

সোমহেপি › বিস্তারিত পোস্টঃ

চলো ঘুমাই

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮

চারদিক শূণ্য বন্য আঁধার নেমেছে

মাতাল যুদ্ধে শ্রান্ত সবাই ঘেমেছে

বুনো আঁধার ছুঁইছে চিবুক

চলো ঘুমাই।



বাহিরে ত্রাস ঝড়ো বৃষ্টি

রা রা রি রি হায়েনা রব



কপাটবদ্ধ করো ঘর

আজ ঘুমাতে মানা নাই

চলো ঘুমাই।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩২

১৯৭১স্বাধীনতা বলেছেন: চলো ঘুমাই।

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

সোমহেপি বলেছেন: thanks sadhinota

২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চলো ঘুমাই।

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০

সোমহেপি বলেছেন: thanks

৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ঘুম

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০

সোমহেপি বলেছেন: thanks

৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৯

যুবায়ের বলেছেন: চমৎকার.....

ঘুমুতে গেলাম।

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০

সোমহেপি বলেছেন: thanks

৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫১

মামুন রশিদ বলেছেন: ছোট্ট সুন্দর কবিতা! চলো ঘুমাই!

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০

সোমহেপি বলেছেন: thanks

৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

অদৃশ্য বলেছেন:





সুন্দর ...


সোমহেপির জন্য
শুভকামনা...

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১

সোমহেপি বলেছেন: thanks

৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

হাসান মাহবুব বলেছেন: চরম ভূয়া!

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১

সোমহেপি বলেছেন: to kia hoya?

৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

সায়েম মুন বলেছেন: কোন স্বাদ পাইলাম না। পানিফলের লাহান #:-S

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১

সোমহেপি বলেছেন: thanks

৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: চলো ঘুমাই।

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১

সোমহেপি বলেছেন: thanks

১০| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

নাজিম-উদ-দৌলা বলেছেন: একদিন থামে মাতাল যুদ্ধ
একদিন নামে আঁধার,
একদিন সবাই শ্রান্ত হয়
একদিন ঘুম আসে।

একদিন আসে স্বপ্নের ঘোর
একদিন থামে ঝড়ো হাওয়া
একদিন কপাট বন্ধ হয়
একদিন ঘুম আসে।

৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০২

সোমহেপি বলেছেন: thanks

১১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

শাবা বলেছেন: বর্তমান রাজনৈতিক অস্থিরতাকে উপহাস ও ব্যাঙ্গ করে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

এই কয়দিন অনেক চেষ্টা করেও সামুতে লগ ইন হতে পারে নি বলে আপনার কমেন্টের জবাব অনেক দেরীতে করেছি।

ভাল লাগা রইল।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩

সোমহেপি বলেছেন: শাবা অনেক বেশি শুভকামনা রইল। আমি কিছু মনে করিনি। আমি নিজেও সময়মত কমেন্টের জবাব দিতে পারিনা।

শাবা ছন্দ নিয়ে আমি সিরিয়াস না। আমার মনে হয় কোন লেখা কবিতা মনে হলেই সেটা কবিতা। তবে এ ব্যাপারে আগ্রহ আছে জানার। আর কবিতাতে নতুন একটা ঝংকার অনুভব করছি খুব বেশি। সব যেনো একই বক বক মনে হয় মাঝে মাঝে। তেমন কিছু হয়ত করবে মহৎ কেউ।

দেখেন তো কবিতা মনে হয় কিনা?

Click This Link


Click This Link

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঘুমিয়ে আছি

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
ভোর হল দোর খোল
ঘুমাবার সময় তো নাই

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: বুনো আঁধার ছুঁইছে চিবুক
চলো ঘুমাই।

সুন্দর

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০

শায়মা বলেছেন: নিশ্চিন্ত ঘুম!!!!!!!!!!:)

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: কপাটবদ্ধ করো ঘর
আজ ঘুমাতে মানা নাই
চলো ঘুমাই।

সুন্দর। নিরাপদে নিশ্চিন্তে ঘুম। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.