নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ামন বড় নিঃসঙ্গ কাটে অনাথ রাত্রীযাপন

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো,আমি হাত ভরে পান করি জ্যোৎস্না

সোমহেপি

আমি কিছুই না।বুদবুদ।

সোমহেপি › বিস্তারিত পোস্টঃ

রাতের আঁধার নেমে এলে

০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

রাতের আঁধার নেমে এলে

যন্ত্রণা পান করে প্রাণে

উথলে উঠে গান



জীবন থেকে নিকষ আঁধার নির্জনতা হই

থমকে থাকে অপার বিকেল উপত্যকার

অরণ্যের ঐ বুকে গাঁথা অভিমান প্রেম



ডানা মেলে উড়ে চলে বটবৃক্ষ

নাভী মূলে নেচে নেচে পূঁজোতে ফুল

ছুঁড়ে যেনো নির্জনতার

রূপসিনী মেয়ে



তার চোখে

কালো সবুজ



এসব কিছুই হলাম না তো

এসব কিছুই

দিন শেষে যেই সেই পড়ে রই।

রাত্রী নেমে এসো-চোখে উৎকট আলোর যন্ত্রণা। তোমার কষ্টঠোঁটে চুমুকে চুমুকে আঁধার পান করে মুমূর্ষু থেকে একটি বার বেঁচে উঠি।



রাত্রী নেমে এলে প্রিয় সত্যরা দলে দলে ডানা মেলে। এসো রাত্রী হই। তুমি রাত্রী হও । আমিও রাত্রী হই।

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
রাত্রি নেমে এলে প্রিয় সত্যরা দলে দলে ডানা মেলে। এসো রাত্রি হই। তুমি রাত্রি হও। আমিও রাত্রি হই।

অসাধারণ। অসাধারণ ইমন ভাই।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

সোমহেপি বলেছেন: ধন্যবাদ সোনা ভাই

২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১০

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ।

++

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

সোমহেপি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো। শেষটা বেশি সুন্দর

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

সোমহেপি বলেছেন: ধন্যবাদ মসুম ভাই

৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২

মোঃ ইসহাক খান বলেছেন: ভালোলাগা রেখে গেলাম।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

সোমহেপি বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

সোমহেপি বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

সুপান্থ সুরাহী বলেছেন:
চমৎকার!

ভাল লাগা রইল...

+++++

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

সোমহেপি বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ !

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

সোমহেপি বলেছেন: ধন্যবাদ ভাই

৮| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

ডানা মেলে উড়ে চলে বটবৃক্ষ

অসাধারণ লাইন।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

সোমহেপি বলেছেন: ধন্যবাদ ভাই

৯| ০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:


রাত্রী নেমে এলে প্রিয় সত্যরা দলে দলে ডানা মেলে। এসো রাত্রী হই। তুমি রাত্রী হও ।আমিু রাত্রী হই।

দুর্দান্ত!!

+++++++

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

সোমহেপি বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন

১০| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩২

এহসান সাবির বলেছেন: চমৎকার।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

১১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত।

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

সোমহেপি বলেছেন: ধন্যবাদ কবি

১২| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: আমিু রাত্রী হই

--- আমিও / আমি -- ঠিক করে নিয়েন।

শেষটুকু ভালো লেগেছে পড়তে ।
শুভেচ্ছা রইলো

১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

সোমহেপি বলেছেন: আপনি না ধরিয়ে দিলে বুঝতেই পারতাম না যে টাইপো আছে।

অনেক ধন্যবাদ

ঠিক করে নিবো।

১৩| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

অদৃশ্য বলেছেন:





''রাত্রী নেমে এলে প্রিয় সত্যরা দলে দলে ডানা মেলে।''


লিখাটি চমৎকার লাগলো আমার কাছে...


শুভকামনা...

১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

সোমহেপি বলেছেন: ধন্যবাদ অদৃশ্য

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০১

নাজিম-উদ-দৌলা বলেছেন:
সুন্দর হয়েছে।

১৫| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

সায়েম মুন বলেছেন: কিভাবে এত সুন্দর লিখেন প্রতিদিনহ্যাপী?!!

১৬| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.