নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুই না।বুদবুদ।
কার যে কখন
সুর কেটে যায়
কেউ জানে না
মনের ভেতর
কেমন খেলা
হঠাৎ নদীর
জল কমে যায়
সুর কেটে যায়
আকুল উদাস
পাগল করা
সুর কেটে যায়
অনেক সুরের
মুর্ছনাতে
সুর কেটে যায়
নতুন নদীর
জলের মোহে
স্নানের লোভে
নতুন পাহাড়
দেখলে মনের
সুর কেটে যায়
সুর কেটে যায়
অচিন কোন
সুরের টানে
সুর কেটে যায়
সুর ভেসে যায়
প্রবল স্রোতের
নতুন বানে
সুর কেটে যায়
নতুন নামে
নতুন নদীর
নতুন বাঁকে
অনেক ভুলে
সুর কেটে যায়।
২| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: মেনর ভেতর
কেমন খেলা
হঠাৎ নদীর
জল কমে যায়........অদ্ভুত রকমের সুন্দর রে !
৩| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ভালা লাগছে!
মেনর ভেতর
কেমন খেলা
বানানটা কি ঠিক আছে?
৪| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: সাধারণ, সুন্দর।
৫| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সুর কেটে যায়
অচিন কোন
সুরের টানে
সুর কেটে যায়
সুর ভেসে যায়
প্রবল স্রোতের
নতুন বানে
মাত্রাবৃত্তে কোয়ালিফাই করে, মাঝে মাঝে অক্ষরবৃত্তেও। একটা চমৎকার মূর্ছনা সৃষ্টি করেছে।
শুভ কামনা।
৬| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৪
সায়েম মুন বলেছেন: নিয়মিত সুর কাটতিয়াছে!
কবিতায় ভাললাগা রইলো।
৭| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০২
মামুন রশিদ বলেছেন: সুর কেটে যায়
নতুন নদীর
জলের মোহে
স্নানের লোভে
আমারও
দারুন সহজিয়া কবিতা, ভালো লেগেছে ।
৮| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩১
আরজু পনি বলেছেন:
দুইবার কোট করে দুই জায়গা থেকে তারপর রতৃতীয়বারে শেষটাই নিলাম
সুর কেটে যায়
নতুন নামে
নতুন নদীর
নতুন বাঁকে
দারুণ ছন্দে লিখেছেন ...
শুভেচ্ছা রইল সোমহ্যাপী ।।
৯| ১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
সুর কেটে যায়
অচিন কোন
সুরের টানে
সুন্দর
১০| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুর কেটে যায়।
কেটে যাওয়া সুর ধরে রাখে।
১১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫
ভিয়েনাস বলেছেন: সুর কেটে যায়
সুর ভেসে যায়
প্রবল স্রোতের
নতুন বানে
সুর কেটে যায় আবার নতুন সুর বাধা হয়......
১২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: মেনর ভেতর> মনের ভেতর।
ভাল হয়েছে কবিতা।
১৩| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৩
হাসান মাহবুব বলেছেন: সুর কেটে যাওয়ার কোবতে সুরেলা হয়েছে।
১৪| ১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমার উপরের ৫ নম্বর কমেন্টে সংশোধনী আছে।
মাত্রাবৃত্তে কোয়ালিফাই করে, মাঝে মাঝে অক্ষরবৃত্তেও। পড়তে হবে > স্বরবৃত্তে কোয়ালিফাই করে, মাঝে মাঝে অক্ষরবৃত্তেও।
শুভ কামনা।
১৫| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৯
সমুদ্র কন্যা বলেছেন: দারুণ ছন্দময় হইসে। ভাল লাগসে অনেক।
১৬| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৭
অস্পিসাস প্রেইস বলেছেন: "সুর কেটে যায়
সুর ভেসে যায়
প্রবল স্রোতের
নতুন বানে"
সুন্দর
১৭| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬
সোমহেপি বলেছেন: সময় গেলে সুর কেটে যায়।কমেন্ট করার।
সবাইকে ধন্যবাদ
১৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
শাহেদ খান বলেছেন:
সুর কেটে যায়
তাল কাটেনি !
সুন্দর।
মেনর ভেতর?
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সোমহেপি বলেছেন: মনের ভেতর হবে
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুর কেটে যায়!
ভালো লাগলো চাঁদ ভাই।