নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ামন বড় নিঃসঙ্গ কাটে অনাথ রাত্রীযাপন

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো,আমি হাত ভরে পান করি জ্যোৎস্না

সোমহেপি

আমি কিছুই না।বুদবুদ।

সোমহেপি › বিস্তারিত পোস্টঃ

কবিতার আকুতি

২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

এখানে পলেস্তারা খসে যাওয়া ভবনের প্রতিটি ইটের গাঁথুনি
পুরাতন চুন সুরকি, ছায়া সবুজে ঘেরা পিতামহ বৃদ্ধদালানঘর

স্মৃতির খুপড়ি ঘর থেকে নিত্য সঙ্গীরা এসে জড়ো

ছত্রাক ছত্রাক গন্ধ নাকে লেগে চিত্তে জ্বলে উঠে কোমল আলোর পিদিম
আমার গায়েতে জমেছে শ্যামল শ্যাওলা----

আজ সকলের মন খারাপ
তাই দেয়াল ঘরে বিষন্ন বাতাসের আনাগোনা
তোমাদের কেউ একজন ভালো করে ভেবে নাও
গলাটাও একটু সেঁধে নিতে পারো
ছেঁড়া আর মলিন কবিতার পৃষ্ঠাগুলো সযতনে মেলে
ডায়াসে দাঁড়াও
ভারী চশমার উপর একনজর চেয়ে দেখে
আমাদের কেউ একজন একটি কবিতা শোনাও।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর । ভাল লেগেছে ।


++

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪০

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

গল্পকার

২| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অতীতের খুপড়ি থেকে ছায়াসঙ্গীরা এসে জড়ো


-লাইনটা অসম্পূর্ণ মনে হলো ভাবটাও অপূর্ণ যা পরের ভাবের সঙ্গে সংযোগহীন রয়ে গেছে।

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪২

সোমহেপি বলেছেন: কিছুটা পরিমার্জন করেছি লাইনটাতে

অনেক ধন্যবাদ জু.সি ভাই।

৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ২:২২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল।

ছাআ<ছায়া।

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৩

সোমহেপি বলেছেন: ওহ!
এখনই ঠিক করছি।


অনেক ধন্যবাদ ভাইজান

৪| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগলো

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৪

সোমহেপি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই

৫| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৩

রোমেন রুমি বলেছেন: সাধু , সাধু.....................

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫

সোমহেপি বলেছেন: থেঙ্কো থেঙ্কো......

৬| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

অতীতের খুপড়ি থেকে ছায়াসঙ্গীরা এসে জড়ো হয় -- এই লাইনে হয় যোগ করলে পরের লাইনের সাথে একটু লিয়াজু রক্ষা হয়।

ভালো লাগলো সোম ভাই।

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৬

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

কিছুটা ইডিট করেছি।

ভালো থাকুন

৭| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬

হাসান মাহবুব বলেছেন: আমার গায়েতে জমেছে শ্যামল শ্যাওলা...

ভালো লাগলো। ছায়াসঙ্গীরা এসে জড়ো আমার কাছে ঠিকই লাগতাসে পড়তে।

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৭

সোমহেপি বলেছেন: ধন্যবাদ
হামা

৮| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ছত্রাক ছত্রাক গন্ধ নাকে লেগে চিত্তে জ্বলে উঠে কোমল আলোর পিদিম
আমার গায়েতে জমেছে শ্যামল শ্যাওলা--

দারুন

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৯

সোমহেপি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

কান্ডারী ভাই

৯| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

দারুণ।

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭

সোমহেপি বলেছেন: অনেক ধন্যবাদ
কবি

১০| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২১

মিঠেল রোদ বলেছেন: ভাল লাগাটা দিন দিন বেড়েই চলেছে।

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১১

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

১১| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবির কাব্য তৃষ্ণার কাব্যিক বহিঃপ্রকাশ ।
ভাল লাগলো । +++++++++++++++++++++++++++

৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১২

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

অদৃশ্য বলেছেন:





খুব ভালো লাগলো লিখাটি... ভাবনাটা চমৎকার ছিলো...

আশাকরছি সামনে আপনার আরো লিখা পড়বার সুযোগ হবে...


শুভকামনা...

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

সোমহেপি বলেছেন: শুভকামনা

অদৃশ্য

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

শায়মা বলেছেন: এটা কি পুরান ঢাকায় বসে লিখেছো ভাইয়া?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

সোমহেপি বলেছেন: না গো আপু মনি এটা স্মৃতির ভাঙ্গা দেয়াল ঘরে বসে লিখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.