নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ামন বড় নিঃসঙ্গ কাটে অনাথ রাত্রীযাপন

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো,আমি হাত ভরে পান করি জ্যোৎস্না

সোমহেপি

আমি কিছুই না।বুদবুদ।

সোমহেপি › বিস্তারিত পোস্টঃ

ভালো লাগে

১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৫



আমার ভীষণ ভালো লাগে

নগ্ন পা,শিশির ,ভেজা দূর্বাঘাস

বিকেলের কোমল আলো

বালিকার ঈষৎ হাসিমুখ

মেঠো আল পথ সবুজ..



সহজ ভালো লাগে



ভালো লাগে পাশে কেউ

ভালোলাগে খুব! খুব!!





তোমাকে কাঁদাতে গিয়ে

নিজেই কেঁদে ফেলি

তোমার আগে

বেঁচে থাক তোমার হাসিমুখ

কান্না ?

শুধু আমারই হোক

কান্নাই হোক আমার সুখ





জলেতে ভগবান পানিতে আল্লা

এ নিয়ে এখনো কাটেনি হল্লা

দাঁড়াবো কোথায় পাইনা তল্লা

ও আমার আল্লা

ওরে ও আল্লা

হায়রে আল্লাহ



মূলেতে মূর্খতা ফলেতে আন্ধার

কাটবে কবে ঘোর অধম বান্দার







শুধু বৃষ্টিতে আর

ভালো লাগে না

অন্য কিছু হোক

ভিন্ন কিছু হোক

ভিন্ন রকম ঢেউ হোক আজ

ভিন্ন রকম ঝড়

















আমার মেয়ের জাতীয় সমস্যা



আমার মেয়ে অনেক্ষণ ধরে সাধারণ জ্ঞানের বই পড়ছে।পরদিন তার ওরাল পরীক্ষা।

জাতীয় বৃক্ষঃ আম

জাতীয় ফলঃ কাঁঠাল



প্রায় একঘন্টার মত সে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে।আমি একবার জিজ্ঞেস করলাম -কি পড়ছো মা?

বাবা--ওরাল পরীক্ষার পড়া পড়ছি।

আচ্ছা ঠিক আছে পড়ো।

আমার মেয়ে আবার পড়তে থাকে-



জাতীয় বৃক্ষঃ আম

জাতীয় ফলঃ কাঁঠাল



একসময় দেখি সে কাঁদছে।তার কান্না দেখে আমিও কেঁদে ফেলি।আর বলি কি হয়েছে মা?সে বলল(কেঁদে ,,)-আম গাছে কি কাঁঠাল হয়?:((

আমি বলি না কখনো না।

তারপর সে বলে তবে যে বইয়ে লিখেছে-



জাতীয় বৃক্ষঃ আম

জাতীয় ফলঃ কাঁঠাল ?

আমি বলি মাগো আমি মূর্খু্ মানুষ।বইয়ে যদি লেখা থাকে তাহলে ঠিকই আছে।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

জাতীয় বৃক্ষঃ আম
জাতীয় ফলঃ কাঁঠাল ?

১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৩

সোমহেপি বলেছেন: ?

২| ১১ ই জুন, ২০১৩ রাত ৩:১৮

একজন আরমান বলেছেন:
জাতীয় বৃক্ষঃ আম
জাতীয় ফলঃ কাঁঠাল
=p~ =p~ =p~

১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৫

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

৩| ১১ ই জুন, ২০১৩ সকাল ১১:২০

নাজিম-উদ-দৌলা বলেছেন: জাতীয় বৃক্ষঃ আম!!!! এইটা তো জানতাম না!

১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৪

সোমহেপি বলেছেন: *****

৪| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৭

হাসান মাহবুব বলেছেন: জাতীয় ফল আম করা হোক।

১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৮

সোমহেপি বলেছেন: কাঁঠাল জাতীয় ফল ।এটাই ঠিক আছে।কিছু রাজাকার আছে যাদের পেটে কাঁঠাল হজম হয় না।

সেদিন প্রচণ্ড গরমে যখন ছটফট করতেছিলাম ঠিক তখনই একটা কাঁাঠাল কিনে খেয়ে ফেল্লাম।এত মিষ্টি যে শরীর ও মন দুটাই জুড়িয়ে গেলে া।

৫| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: আম গাছে কাঁঠাল !!! :||

জাতীয় ফুল , ফল , পশু পাখি নির্বাচনের ইতিহাস টা জানতে ইচ্ছে করে !

১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৯

সোমহেপি বলেছেন: হু সামটাইমস ইনফরমেশন ইজ ওয়েলথ

৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:০৮

রোমেন রুমি বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.