নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুই না।বুদবুদ।
জীবনের ম্যাৎকারে জীবন অতিষ্ঠ!
কারাগার ! নির্মল বিশ্রামাগার!
এমনই ভাবছিলাম কেননা-
এমন ভাবতেই ভালো লাগছিলো
ব্যস!
দণ্ড যদি সশ্রম হয় মালির কাজ !
খুব একটা মন্দ নয়
একটা বাগানের কেয়ার টেকার।
ছেলেবেলায় ফুল ভালোবাসতাম তাই
ইচ্ছে ছিলো বড় হলে ফুলের দোকান দেব
লোকে বলবে ফুলদোকানী!
তরুণীরা লাজুক হাতে ফুল নিয়ে যাবে একান্তা কারো জন্যে..
সে ইচ্ছেটা অপূর্ণই রয়ে গেলো।
কারাগার!
ইচ্ছে মত পাঠের সামগ্রীও নাকি পাওয়া যায়
চাইলে লেখালেখিটাও চালিয়ে নেয়া যেতে পারে
সস্তা বিড়ি আর নেশাও করা যাবে একটু আধটু..
সময়ের কাটা গোণে তিনবেলা ভুরিভোজ
তাতে আলসারের সমস্যাটাও কমবে আশা করা যায়
সপ্তাহের শেষে থাকবে আমিষের ব্যবস্থা
আহা অমৃত! অমৃত!!
বাইরে বেঁচে থাকা অনেক ঝক্কি ঝামেলার
বাঁচার বোঝাটা টানতে হয় নিজেকে
আর ওখানে সেটা টানার দায়িত্ব অন্য কারো
নির্মল বেঁচে থাকাটাই শুধু আমার।
এমন ভাবতে ভাবতে কারাগার এ পৌছে দেখি
কারারক্ষিরা সেখানে বিরাট তালা ঝুলিয়ে পাহারারত
অনায়াশে আমার মনোবাসনা বলতেই
কারারক্ষি আমাকে একটা ছুরি হাতে ধরিয়ে
বাতলে দেয় ভেতরে ঢোকার ফন্দি ..
স্বর্গলোকের চাবি হাতে পাবার আনন্দে আত্বহারা..
তারপর ছোরা হাতে কারাগারের চারদিকে ষোলতম চক্কর দিয়ে ক্লান্ত হয়ে পড়ি।
২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫০
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
শুভ হরতাল টাইম
২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:০২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
উফ! চমৎকার!
অভিনন্দন সোমভাই।
২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৫
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
আলাউদ্দিন আহমেদ
৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১১
রেজোওয়ানা বলেছেন: তোমারে কারাগারেও ঢুকতে দেয় না!!
কি দু:খ!!
২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬
সোমহেপি বলেছেন:
৪| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৭
লেখোয়াড় বলেছেন:
বহুদিন পর আপনার এখানে আসতে পারলাম, মানে আসা হলো।
কবিতায় কবিতায় ভরপুর আপনার এখানে।
স্নিগ্ধ আর মনোরম।
শুভকামনা, ভাল থাকুন সোম।
২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
লেখোয়াড়
৫| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
হাসান মাহবুব বলেছেন: কনসেপ্টটা চমৎকার।
২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৭
সোমহেপি বলেছেন: কবিতাটা?
৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২
সায়েম মুন বলেছেন: কবিতাটা প্রিয়তে রাখলাম। আর কিছু বলার নেই আমার।
২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৮
সোমহেপি বলেছেন: আচ্ছা।
আপনার প্রিয় পছন্দ যে ভালো না তা বোঝা গেল।
৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সহজ সুন্দর।
প্লাস।।
২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৪
সোমহেপি বলেছেন: thanks
৮| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭
মিঠেল রোদ বলেছেন: সত্যি থিমটা ভাবার মত।
৯| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ভালো লাগলো কবি
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০০
অন্ধ আগন্তুক বলেছেন: স্রেফ দূর্দান্ত ! এরকম একটা কারাগারে দন্ড পেলে মন্দ হতো না ।
শুভরাত , সোম ।