নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ামন বড় নিঃসঙ্গ কাটে অনাথ রাত্রীযাপন

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো,আমি হাত ভরে পান করি জ্যোৎস্না

সোমহেপি

আমি কিছুই না।বুদবুদ।

সোমহেপি › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা ভোগের অসুখ

০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯



একদিন তাকে দেখেছিলাম নদীর বিকেল রং

গাছের নির্জন ছায়ার মত মায়াময় তার মুখ

একদিন তার হৃদয় জুড়ে ছিলো মিঠারোদ সূর্যের হাসি

বুকে হাত রেখে চোখ বন্ধ করে একদিন তাকে বলা যেতো

মেয়ে তোকে ভালবাসি ..ভালবাসি...



আজও তাকে দেখি সে আগের মত নেই

তার চলনে বলনে আর চাহনিতে উষ্ণ ইশারা

একটিও উপাদান নেই তার মাঝে যে তাকে ভালোবাসা যায়

আজও তাকে দেখি সে শুধু সবটাই ভোগের

সে শুধু রসময় নদী ঢেউ তোলে ঝড় তোলে

সে কাম সোহাগী পান।





তোমরা ভালোবাসা বোঝ খুব

ভালোবাসা ভোগের অসুখ









তখন রাত রাতের শেষ প্রহর

শান্ত পৃথিবী ঘুমে নগর

তুমি এসছিলে পাশে বসছিলে

আমার ঘর সুভাসে ভাসে

আমার কষ্ট অনেক

একা থাকার ভীষণ কষ্ট

তুমি মাথায় হাত রেখেছো

মিষ্টি হাসিতে তোমার ঠোঁট

অপরাজিতা রংয়ের ফুল....



স্বপ্নটা ভেঙ্গে গেলো

কে বলল ছু!মন্তর!





কবিতা কে তুমি প্রেমিকা?

কি হও

বউয়ের সতীন?

কবিতা ভাজ খোলো

পতাকা উড্ডীন।

মন্তব্য ২৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪০

নস্টালজিক বলেছেন: কবিতা কে তুমি প্রেমিকা?
কি হও
বউয়ের সতীন?
কবিতা ভাজ খোলো
পতাকা উড্ডীন




তোমার মধ্য এক ধরণের নিঃসঙ্গ ক্ষ্যাপামী আছে! শব্দে আসে সে সব!

ভালো লাগে!

শুভেচ্ছা!

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৩

সোমহেপি বলেছেন: ধন্যবাদ রানা ভাই
আমি কিন্ত্ত নেশাগ্রস্ত নই।
একটু আদটো সিগারেট টানি এই আর কি!

২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

সায়েম মুন বলেছেন:

কবিতা কে তুমি প্রেমিকা?
কি হও
বউয়ের সতীন?
কবিতা ভাজ খোলো
পতাকা উড্ডীন।
:P

মনের মত কয়টা কোবতে পাইলাম।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৭

সোমহেপি বলেছেন: ধন্যবাদ মুন

৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

স্বপনবাজ বলেছেন: ভালো লাগলো !

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৮

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:০২

একজন আরমান বলেছেন:
তোমরা ভালোবাসা বোঝ খুব
ভালোবাসা ভোগের অসুখ


ভালো লাগলো।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৮

সোমহেপি বলেছেন: ধন্যবাদ
আরমান

৫| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৯

আদিত শরীফুল বলেছেন: লেখককে ধন্যবাদ।
http://www.pressbarta.com

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৮

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৮

সকাল রয় বলেছেন: Nice

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৯

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: তোমরা ভালোবাসা বোঝ খুব
ভালোবাসা ভোগের অসুখ


বুঝলাম :|


ভাল্লাগসে সবগুলাই, সোমহেপি :)

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

সোমহেপি বলেছেন: :)

৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ৩নম্বর বাদে বাকি গুলো অনেক ভালো লেগেছে......কয়টা লাইক দিব?

৩-১=২টা লাইক।ভালো থাকবেন সবসময়।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩

সোমহেপি বলেছেন: :)

৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

হাসান মাহবুব বলেছেন: ১ আর ৪ বেশ ভালো লাগসে।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩

সোমহেপি বলেছেন: :)

১০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
১ আর ৪ বেশি ভাল্লাগছে।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩

সোমহেপি বলেছেন: :)

১১| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

মাক্স বলেছেন: ১০ম ভালোলাগা!

১২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭

একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।

ভালোবাসা ভোগের অসুখ
কিন্তু শিরোনামের সাথে একমত হতে পারলাম না।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭

সোমহেপি বলেছেন: আচ্ছা

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.