নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ামন বড় নিঃসঙ্গ কাটে অনাথ রাত্রীযাপন

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো,আমি হাত ভরে পান করি জ্যোৎস্না

সোমহেপি

আমি কিছুই না।বুদবুদ।

সোমহেপি › বিস্তারিত পোস্টঃ

দুইটানে বসন্ত ছয়টানে ঘোর

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

দুইটানে বসন্ত ছয়টানে ঘোর।নির্জন ইকোপার্ক। রাত্রী ।পাহাড় ভেদ করে চলেছে রাস্তা।রাস্তা সুদূর।শেয়াল একটা চলে গেছে । বাতাসে গন্ধ।পথের কিছুটা ডেবে গেছে।একেবেঁকে।ভেবোছো সাপ।তুমি কি অন্ধ?দুইটা হোন্ডা একটা ছেলেকে তুলে নিয়ে গেছে।কিছু গুন্ডা।একদল দা'হাতে বের হয়।

ঝিলিক চোখে পড়ে কেননা আকাশে - চান্দ্রসুর।তরুণীরা ফুঁ দেয়।আমার চুল উড়ে।

হাঁটি?

সারারাত?

ভালো লাগে । হোক ভোর।দুইটানে বসন্ত ছয়টানে ঘোর

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৬

ভুল উচ্ছাস বলেছেন: কেমন মায়া মায়া একটা অসম্পূর্ণ লেখা। প্লাস।

২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১২

শায়মা বলেছেন: বাপরে দুই টান তিন টান শুনে ঘোর ঘোর লাগছে ভাইয়া।

৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ছয়টান ব্যাপারটা আতঙ্ক জাগানিয়া।++

৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

হাসান মাহবুব বলেছেন: ভয় ভয় ঘোর ঘোর।

টান টান B-)

৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

বটবৃক্ষ~ বলেছেন: ভুল উচ্ছাস বলেছেন: কেমন মায়া মায়া একটা অসম্পূর্ণ লেখা। প্লাস........
সবাই এমন সুন্দর করে কমেন্ট করে কেমন করে!!!
আর পোস্টের কথা তো আর কি বলবো!!! অপার্থিব একটা আবেশ......

৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫০

সায়েম মুন বলেছেন: টান টান উত্তেজনাময়। #:-S

৭| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪

ফ্রাস্ট্রেটেড বলেছেন: এতো ছোট কেনোওওওওও ???

ভাল লাগছিল অনেক, বড় কর্বেন না আরেকটু ??? :#> :#>

৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২

রেজোওয়ানা বলেছেন: তরুনীরা' ফু দিলে তো ভয় লাগবেই :-P

৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

শুকনোপাতা০০৭ বলেছেন: এহেম,এহেম করে কাশলাম! B:-/

১০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখায় ঘোর আছে

১১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৪২

নস্টালজিক বলেছেন: ঘোরের রাত




সুপ্রভাত!





এমন কত রাত ঘুলঘুলিতে আমার,


ভুলে যাই, ভুলে যাই....







ভালো লাগসে অনেক!

১২| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

১৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬

সোমহেপি বলেছেন: তো আমি এখন কি করবো?
তাতে আমার কি?

আপনার এসব করে কি লাভ হয়??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.