নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লস এঞ্জেলস থেকে সকাল বেলা লাস ভেগাসের উদ্দেশে রওয়ানা হলাম। নিজেদের গাড়ি তাই নিজেদের সুবিধা মত চলছি। লাস ভেগাসের কিছু আগে আমরা হাইওয়ে ছেড়ে ডানে চলে আসলাম। এই রাস্তায় কিছুদুর গেলেই সেভেন ম্যাজিক মাউন্টেন এলাকা। এখানে মরুময় প্রান্তরে কিছু ঝোপ ও ক্যাকটাস জাতীয় গাছের মাঝে খোলা জায়গায় রঙ বেরঙের পাথরের স্তম্ভ দিয়ে সাজানো একটা সুন্দর আর্টিফিশিয়াল পর্যটক এলাকা। পার্কিং লটে গাড়ি পার্কিং করে হেঁটে রওয়ানা হলাম। কাছে মনে হলে ও কাছে নয়। লাস ভেগাস বুলেভার্ডের সুদূর দক্ষিণ প্রান্তে ইভানপাহ উপত্যকায় সেভেন ম্যাজিক মাউন্টেনস একটি শিল্প স্থাপনা। সুইস শিল্পী উগো রন্ডিনোন এটি তৈরি করে। এই কাজে আর্ট প্রোডাকশন ফান্ড এবং নেভাদা মিউজিয়াম অফ আর্ট অর্থায়ন করে। এটি গত চল্লিশ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ভূমি-ভিত্তিক স্থাপনাগুলির মধ্যে একটি। এটি দেখতে বছরে ৩২৫০০০ দর্শক আসে। সেভেন ম্যাজিক মাউন্টেন একটি প্রাকৃতিক পরিবেশে কৃত্রিম কিছু। ২০১৫ সালের ডিসেম্বরে বোল্ডারগুলি কাটা এবং স্ট্যাক করা হয়েছিল। ২০১৬ সালের এপ্রিলে সেগুলো আঁকা হয়েছিল। ভাস্কর্যগুলি ৩০ থেকে ৩৫ ফুট লম্বা। ২০২২ সালে আবহাওয়ার কারণে বোল্ডারগুলিকে দুবার রং করতে হয়েছে। প্রতিটি বোল্ডারের ওজন ১০ থেকে ২৫ টন এবং তিন থেকে ছয় পর্যন্ত গ্রুপে স্তুপীকৃত। প্রকল্পটিতে ব্যয় হয় ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার। এখানে একটা যশোহা বৃক্ষের পাশে দাঁড়িয়ে ছবি তুললাম।
১৩ ই মে, ২০২৪ দুপুর ২:১৭
শোভন শামস বলেছেন: সেখানে মরু ঝড় প্রায় হয়। উলটে যাওয়ার সম্ভাবনা নেই, বেশ ওজন আছে পাথর গুলোর।
সাথে থাকবেন, ধন্যবাদ
২| ১২ ই মে, ২০২৪ রাত ১১:২৫
জনারণ্যে একজন বলেছেন: গত বছর গেছিলাম ওখানে, লাস ভেগাস থেকে। শ'য়ে শ'য়ে মানুষ দেখি কিলবিল করছে। আমিও তাদের দলে শামিল হয়েছিলাম আর কি।
https://i.imgur.com/TpgOExD.jpg
১৩ ই মে, ২০২৪ দুপুর ২:১৮
শোভন শামস বলেছেন: অনেক পর্যটক আসে সেখানে, সাথে থাকবেন, ধন্যবাদ
৩| ১৩ ই মে, ২০২৪ বিকাল ৩:৪৬
নয়ন বিন বাহার বলেছেন: ওয়াও! কী চমৎকার! রঙ বেরঙ আর আর এতো আলো।
১৩ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:১২
শোভন শামস বলেছেন: সত্যি সুন্দর দৃশ্য, তাই অনেক গরম বা শীতের সময় ও মানুষ আসে। সাথে থাকবেন, ধন্যবাদ
৪| ১৩ ই মে, ২০২৪ বিকাল ৪:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর। পড়লে খবর আছে
১৩ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:১৩
শোভন শামস বলেছেন: ভেঙ্গে পড়ার সম্ভাবনা নেই, বহু বছর ধরে এভাবে দাঁড়িয়ে আছে, সাথে থাকবেন, ধন্যবাদ।
৫| ২১ শে জুন, ২০২৪ ভোর ৫:০৮
খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো সুন্দর, এবং বিস্ময়করও বটে! একটু দূর থেকেই বরং দেখতে বেশি ভালো লাগে।
পোস্টে পঞ্চম প্লাস। + +
২২ শে জুন, ২০২৪ দুপুর ১২:০৮
শোভন শামস বলেছেন: দূর থেকে দেখতেই বেশী ভাল লাগে। ধন্যবাদ, সাথে থাকবেন।
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০২৪ রাত ১১:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এগুলি ঝড়ে পরেটরে যাওয়ার সম্ভবনা কতটুকু?