নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"পেইন্টেড লেডিস অফ সান ফ্রান্সিসকো", কিংবা "পোস্টকার্ড রো" বা "সেভেন সিস্টারস" নামে পরিচিত, বাড়িগুলো। এটা সান ফ্রান্সিসকোর আলামো স্কোয়ার, স্টেইনার স্ট্রিটে অবস্থিত রঙিন ভিক্টোরিয়ান বাড়ির একটি সারি। বহু বছর আগে এই শহরে ভুমিকম্পের পর এই সাতটা বাড়ি অক্ষত ছিল। এখন এগুলো সাত রঙে রাঙ্গানো। বিকেল বেলা এর কাছের পার্কে বসে একটু দেরিতে লাঞ্চ করছিলাম। বেশ ঠাণ্ডা বাতাস থাকলে ও ভালই লাগছিল পরিবেশ। পার্কের পাশে সুন্দর ফুলের বাগান। সব মিলিয়ে চমৎকার দৃশ্য। সবচেয়ে ভাল লেগেছে পরিস্কার নীল আকাশ আর সোনালি রোদের খেলা সাথে খোলামেলা পরিবেশ।
১১ ই মে, ২০২৪ বিকাল ৪:৪৩
শোভন শামস বলেছেন: অপূর্ব সুন্দর, ছবির মত। ছবিতে সব কিছু বোঝা যায় না।
সূর্যের আলো থাকলে ও সে সময় বেশ ঠাণ্ডা বাতাস ছিল। মাঝে মাঝে মনে হয়েছে যেন উড়িয়ে নিয়ে যাবে।
গেলে ভাল লাগবে, ধন্যবাদ।
২| ০৮ ই মে, ২০২৪ বিকাল ৫:১১
করুণাধারা বলেছেন: আপনার ছবিগুলো দেখে আমি বিমোহিত হয়ে গেলাম! এত চমৎকার ছবি! বিশেষ করে শেষ তিনটা ছবি, দেখে মনে হচ্ছে আপনি জায়গামতো নীল সবুজ রং ঢেলে দিয়েছেন!!
১১ ই মে, ২০২৪ বিকাল ৪:৪৫
শোভন শামস বলেছেন: ধন্যবাদ, মানুষের ঢালা রঙের চেয়েও বেশী সুন্দর। সাথে থাকবেন।
৩| ০৯ ই মে, ২০২৪ রাত ১০:০৭
শ্রাবণধারা বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগলো।
বড় বড় গাছ গুলি কি গাছ?
১১ ই মে, ২০২৪ বিকাল ৪:৪৭
শোভন শামস বলেছেন: সাইপ্রেস আর পাইনের বাগান, সবই সাজানো। ধন্যবাদ, সাথে থাকবেন।
৪| ০৯ ই মে, ২০২৪ রাত ১০:১১
মনিরা সুলতানা বলেছেন: দুর্দান্ত সুন্দর!
১১ ই মে, ২০২৪ বিকাল ৪:৪৮
শোভন শামস বলেছেন: ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন। আপনার প্রেরনায় ব্লগে টিকে থাকা।
৫| ১১ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:২৯
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর ছবির সমাহার সাজিয়েছেন এ পোস্টে। ভূমিকম্পে অক্ষত রয়ে যাওয়া সারিবদ্ধ 'সেভেন সিস্টার্স' এর ছবিটা যেন কত কিছুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে।
১৭ ই জুন, ২০২৪ রাত ১০:৫২
শোভন শামস বলেছেন: বাড়িগুলো এখন পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে। আপনার ইউ এস ভ্রমন আনন্দময় হোক। ধন্যবাদ সাথে থাকবেন
৬| ১৭ ই জুন, ২০২৪ রাত ১১:১৮
খায়রুল আহসান বলেছেন: "আপনার ইউ এস ভ্রমন আনন্দময় হোক" - ধন্যবাদ। তবে আমি এখন ইউএসএ তে নেই। গত মাসের শেষের দিকে কানাডার রিজাইনা শহরে চলে এসেছি, বড় ছেলের সাথে কয়েকমাস থেকে যাবার জন্য।
২০ শে জুন, ২০২৪ রাত ১০:২০
শোভন শামস বলেছেন: আপনার ভ্রমন আনন্দময় হোক। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০২৪ বিকাল ৩:৫৬
নয়ন বিন বাহার বলেছেন: এইসব ছবি দেখে, এই সব ছবির প্রতিবেশে মন চায় বাতাস হয়ে মিশে যাই। আহা কী সুন্দর!