নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

ভাসান চর – পরিকল্পিত বাংলাদেশ – ছবি ব্লগ ২

১১ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৫

ভাসান চরের কিছু ছবি


সাগরের বুকে ভাসান চর দ্বীপ পরিকল্পিত ভাবে গড়ে উঠেছে। সেখানে এখন ৩০ হাজার রোহিঙ্গা সাময়িকভাবে বসবাস করছে। সেখানে তাদের নিরাপদে থাকা খাওয়া নিশ্চিত করা হচ্ছে। ভাসান চরে সব কিছু সুন্দর ভাবে বানানো হয়েছে। ভাসান চর যেন পরিকল্পিত এক টুকরা বাংলাদেশ।























মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২৩ সকাল ১১:০৯

নতুন বলেছেন: ৩০ হাজার মানুষের ৩ বেলা খাবারের ব্যবস্থা কি সরকারী বা বেসরকারী তহবিল থেকে আসছে?

এদের কর্মসংস্থানের কি কোন সুযোগ আসবে?

১১ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৮

শোভন শামস বলেছেন: ভাসান চরে ৫ হাজার রোহিঙ্গার জন্য পরীক্ষামূলক ভাবে ই ভাউচার দেয়া হয়েছে। তারা নিদিষ্ট দোকান থেকে এই ভাউচার দেখিয়ে চাল, ডাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারে। বাকীদেরকে ডব্লিউ এফ পি ত্রান সহায়তা দিচ্ছে।
এখানে বেশ কিছু এন জি ও তাদের কর্ম সংস্থানের জন্য কাজ করছে। কিছু কিছু তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে যাতে তারা স্বাবলম্বী হতে পারে।
ধন্যবাদ, সাথে থাকবেন।

২| ১১ ই জুন, ২০২৩ দুপুর ১২:১৫

নতুন বলেছেন: দেশের বিভিন্ন শহরের দরিদ্রদের কি এমন ই ভাইচার দেওয়া যায় না।

যারা ভিক্ষা করে, বয়স্ক দরিদ্র মানুষ, এতিম শিশুদের এই রকমের ভাউচারের ব্যবস্থা করা যেতে পারে।

১১ ই জুন, ২০২৩ দুপুর ১২:৩৮

শোভন শামস বলেছেন: ভাসান চর থেকে অনেক কিছু শেখার আছে। কেন পারা যাবে না। ভাসান চরের বর্জ্য ব্যবস্থাপনা বেশ উন্নত। ভাসান চরে রাস্তা ঘাটে ময়লা দেখা যায় না। সব কেন্দ্রিয়ভাবে সংগ্রহ করে ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হয়।

৩| ১১ ই জুন, ২০২৩ দুপুর ১:৪০

নতুন বলেছেন: এখানের মানুষেরা কিভাবে দিনের সময় কাটায়?

১১ ই জুন, ২০২৩ দুপুর ২:০৯

শোভন শামস বলেছেন: শিশুরা অনেকে পড়াশোনা করে। মাছ ধরতে যায় অনেকে, তাদেরকে দেয়া জমিতে কাজ করে, বেশ কিছু এন জি ও যুবক ও মহিলাদেরকে নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। অনেক রোহিঙ্গা এন জি ও গুলোতে কাজ করছে। কিছু শিক্ষক হিসেবে এখান কার স্কুলে আছে। কেউ কেউ ছোট ছোট দোকান চালাচ্ছে, কেউ ভ্যান বা রিক্সা চালাচ্ছে দ্বীপে। ছাগল ও ভেড়া পালছে কেউ। বাসার পাশের জমিতে মহিলারা সবজী চাষ করছে। কিছু না কিছু নিয়ে ব্যস্ত আছে। সাথে থাকবেন ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.