নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধ কেবল নিয়ে আসে
মৃত্যু হানাহানি
শান্তি ফেলে মানুষগুলো
হিংস্র কেন জানি।
কোভিড শেষে একটুখানি
শান্তি যদি ও এলো
রাশিয়া আর ইউক্রেনের
যুদ্ধে তাও গেল।
বিশ্ব এখন ধুঁকছে কেবল
অশান্ত সব আজ
মরছে মানুষ অনাহারে
হারিয়ে গেছে লাজ।
হাহাকার চলছে এখন
সারা বিশ্ব জুড়ে
শান্তি কোথায় হারিয়ে গেছে
অশান্তির ঘোড়ে।
দেশ হারিয়ে অনেক মানুষ
মৃত্যু ঝুঁকি নিয়ে
সম্বলহীন তারা এখন
পরের দেশে গিয়ে।
সবাই মিলে যুদ্ধ থামাও
শান্তি কোথায় হায়
শান্তি পেতে এগিয়ে চল
সময় বয়ে যায়।
১১ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৩
শোভন শামস বলেছেন: আমরা সবাই শান্তি চাই।
ধন্যবাদ সাথে থাকবেন
২| ১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৮
নেওয়াজ আলি বলেছেন: অনুপম লেখনী
১১ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৪
শোভন শামস বলেছেন: আমরা সবাই শান্তি চাই।
ধন্যবাদ সাথে থাকবেন
৩| ১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩৮
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: যুদ্ধ মানেই ধ্বংস। তাই কোনো যুদ্ধ নয়, চাই শান্তি...
দারুণ লিখেছেন।
১১ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৪
শোভন শামস বলেছেন: আমরা সবাই শান্তি চাই।
ধন্যবাদ সাথে থাকবেন
৪| ১১ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৭:০৩
জগতারন বলেছেন:
আলোচনার পথ তৈরি না করে
অস্ত্র দিয়ে এ পর্যন্ত ইউক্রেন কি পেল;
বা ভবিষ্যতে কি পাবে?
১১ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৫
শোভন শামস বলেছেন: আমরা সবাই শান্তি চাই।
অস্ত্র ব্যবসা দারুন ব্যবসা, অনেক লাভ। এর শত ভাগের এক ভাগ দিয়ে শান্তির পৃথিবী গড়ে তোলা যায়।
ধন্যবাদ সাথে থাকবেন
৫| ১১ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৭:০৫
জগতারন বলেছেন:
যুদ্ধ মঙ্গল জনক নয় তবে এই যুদ্ধর দরকার ছিলো।
আমেরিকা বার বার যে ভাবে বেঈমানি করছিল মুসলমানদের সাথে
এতে এটার দরকার ছিলো।
১১ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৭
শোভন শামস বলেছেন: আমরা সবাই শান্তি চাই।
তবু ও যুদ্ধ হানাহানি পৃথিবীতে নিত্যদিনের ঘটনা।
এর থেকে কবে পরিত্রান মিলবে তা অজানা।
ধন্যবাদ সাথে থাকবেন
৬| ১১ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
১১ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৬
শোভন শামস বলেছেন: ধন্যবাদ সাথে থাকবেন
৭| ১১ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫২
মোহামমদ কামরুজজামান বলেছেন: যুদ্ধ কোন কিছুর সমাধান নয় বরং চলতি সমস্যার সাথে সাথে আরো অনেক সমস্যার তৈরী করে।
কাজেই যুদ্ধ থামাও ,আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হউক - এই আমাদের চাওয়া।
১১ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৬
শোভন শামস বলেছেন: ধন্যবাদ সাথে থাকবেন
৮| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
কবিতায় আহ্বান ভালো লেগেছে।
১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৮
শোভন শামস বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য, সাথে থাকবেন
৯| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫২
খায়রুল আহসান বলেছেন: শান্তির স্বপক্ষে আপনার এ উদাত্ত আহবানে জগতের সবাই সাড়া দিক!
শান্তির কবিতা সুন্দর হয়েছে। + +
০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৯
শোভন শামস বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য, সাথে থাকবেন
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৮
সামরিন হক বলেছেন: সুন্দর।