নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শীতের বিকেলে ঢাকা থেকে রওয়ানা দিয়ে ৩০০ ফিট রাস্তা ধরে কাঞ্চন ব্রিজের কাছে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সজিবিশন সেন্টারের পাশ দিয়ে শিমুলিয়া বাজারের কাছে নদীর ঘাট থেকে বোটে করে শীতলক্ষার নদীর বুকে আমরা কজন ঘুরতে গেলাম। ছুটির দিনে বোট ভাড়া ত্রিশ হাজার টাকা, অন্য দিন ২০ হাজার। বোট সোলার পাওয়ারে চলে। সাড়ে চারটার দিকে রওয়ানা হয়ে নদীর বুকে ঘুরে সাড়ে আটটার সময় আবার ঘাটে ফিরে আসলাম।
সাড়ে সাতটার দিকে আরেকটা বোটে করে আমাদের জন্য ডিনার নিয়ে আসল ঘাট থেকে। এক বোট থেকে অন্য বোটে খাদ্য তুলে নেয়া হল।বিকেল বেলা আমরাই অনেক নাস্তা নিয়ে গিয়েছিলাম, সেগুলো গল্প করতে করতে খাওয়া হল। শুরুতে ঘাটে মালাই চা আর বন দিয়ে এক দফা নাস্তা হয়েছিল। চাচা মিয়ার দোকানের সব কাস্টমার ও আমাদের মেহমান হিসেবে চা খেল।
১৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:১২
শোভন শামস বলেছেন: ত্রিশ জনের একটা গ্রুপ হলে সুন্দর ভাবে সময় কাটানো যায়। সমমনা ও বন্ধু হলে ভাল। আয়োজন চমৎকার ছিল।ধন্যবাদ সাথে থাকবেন।
২| ১৮ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
আহমেদ জী এস বলেছেন: শোভন শামস,
ছবির দৃশ্যগুলি চমৎকার।
তবে ছবির সাথে সাথে ক্যাপশন বা কিছু বর্ণনা থাকলে আরও ভালো হতো।
১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪৮
শোভন শামস বলেছেন: ঠিক বলেছেন। নদীর ঘাট, ওপাড়ের একটা রিসোর্ট, নদীতে চলমান বার্জ, নৌকা দুপারের দৃশ্য সাথে নদীর বুকে সূর্যাস্ত দেখা। ধন্যবাদ সাথে থাকবেন।
৩| ১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ৭:৫৬
রানার ব্লগ বলেছেন: তুলনামূলক খরচ অনেক বেশি মনে হচ্ছে।
১৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২৮
শোভন শামস বলেছেন: খরচ একটু বেশী কারন এটা অনেকটা পারিবারিক আবহে করা। বাণিজ্যিক চিন্তা করলে হয়ত কিছু কম খরচ হবে। তবে ভ্রমন মজার ছিল। ধন্যবাদ সাথে থাকবেন।
৪| ১৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: একই রকম ছবি।
২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২৫
শোভন শামস বলেছেন: ধন্যবাদ সাথে থাকবেন।
৫| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:২১
খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছবি ব্লগ। + +
০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২২
শোভন শামস বলেছেন: ধন্যবাদ সাথে থাকবেন
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- খরচটা একটু বেশী মনে হচ্ছে। নিশ্চয়ই আয়োজনটাও তেমনই ছিলো।