নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

একজন বই সংগ্রাহকের গল্প

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৫



আশরাফ সাহেব অনেক বছর নাফ নদীর ওপাড়ের শহর মংডু তে ছিলেন। তিনি সেখানে ব্যবসা বাণিজ্য করতেন এবং বেশ ভালভাবেই তাঁর সময় সেখানে কাটিয়েছিলেন। এটা আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের আরাকান রাজ্যের বাংলাদেশের কাছের একটা ছোট এবং গুরুত্বপূর্ণ শহর। এই শহরে এক সময় অনেক রোহিঙ্গা বসবাস করত, যাদের বেশিরভাগ ২০১৭ সালের ২৫ আগস্ট প্রানের ভয়ে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।
এক সময় তিনি সেখানে তাঁর কাজকর্ম গুছিয়ে বাংলাদেশে চলে আসেন। ঢাকার মিরপুরে তিনি বসবাস শুরু করেন। এখানে এসে তাঁর মিয়ানমার বিষয়ক বই সংগ্রহ করার শখ জাগে। আমাদের দেশে এই প্রতিবেশী দেশ সম্পর্কে মানুষ খুব কম জানে এবং খুব কম বই ছিল তখন। তিনি আস্তে আস্তে একটা একটা করে বই সংগ্রহ করতে থাকেন, খোঁজ রাখেন মিয়ানমার বিষয়ে কোন বই প্রকাশ হয়েছে কিনা। একদিন তিনি জানতে পারেন ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশানের কথা এবং সেখান থেকে অনেক লেখকের সাথে যোগাযোগের সুযোগ পান।
ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশান থেকে তিনি লেখকদের নাম্বার সংগ্রহ করে নিজ উদ্যোগে তাদের কাছে গিয়ে কথা বলেন তাঁর সংগ্রহের কথা জানান। তাঁর কাছে মিয়ানমার সংক্রান্ত বইয়ের বেশ বড় একটা তালিকা আছে। ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশানের কাছে বাংলাতে ভ্রমণ বিষয়ক লিখা প্রায় ১৩০০ র বেশি বইএর তথ্য আছে। এটা বেশ উদ্যোগী হাতে পরিচালিত হয় এবং তারা বিভিন্ন দেশ ভ্রমণের পরিকল্পনা এবং বাংলাদেশের সাথে ভ্রমণ সম্পর্ক স্থাপনের বিষয়ে দূতাবাসগুলোর সাথে যোগাযোগ করে থাকেন।
এ রকম অনেক প্রচার বিমুখ মানুষ তাদের নিজস্ব শখ পুরনের জন্য নিজেরা বই সংগ্রহ করেন। পড়েন এবং লাইব্রেরি গড়ে তোলেন। লেখকের লিখা লিখে যেতে ও পাঠকের পড়া চালিয়ে যেতে এঁরা নিরবে তাদের কাজ করে চলেন।
শুভেচ্ছা রইল তাদের প্রতি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১০

প্রতিদিন বাংলা বলেছেন: জেনে ভালো লাগলো

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৩

শোভন শামস বলেছেন: ধন্যবাদ সাথে থাকবেন

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেশ ভালো উদ্যোগ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫১

শোভন শামস বলেছেন: ধন্যবাদ সাথে থাকবেন

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: আপনার সংগ্রহে কত বই আছে?

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫০

শোভন শামস বলেছেন: শ’ পাঁচেকের কিছু বেশী
সাথে আছে ন্যাশনাল জি ও গ্রাফিক
রিডার্স ডাইজেস্ট বেশ ভাল সংগ্রহ
সাথে থাকবেন , ধন্যবাদ

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০২

মোহামমদ কামরুজজামান বলেছেন: আশরাফ সাহেবের উদ্যোগ সাধুবাদ পাবার যোগ্য।

বই পড়ার ও তা সংগ্রহের নেশা দুনিয়ার সকল নেশার মাঝে সবচেয়ে ভাল নেশা বলে বিবেচিত হয়ে থাকে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৩

শোভন শামস বলেছেন: আশরাফ সাহেবের উদ্যোগ সাধুবাদ পাবার যোগ্য
সাথে থাকবেন , ধন্যবাদ

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্যালুট আশ্রাফ সাহেব।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৩

শোভন শামস বলেছেন: আশরাফ সাহেবের উদ্যোগ সাধুবাদ পাবার যোগ্য
সাথে থাকবেন , ধন্যবাদ

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০০

জটিল ভাই বলেছেন:
উদ্যোগের জন্যে শুভ কামনা রইল।

২৯ শে মে, ২০২২ দুপুর ১:১৭

শোভন শামস বলেছেন: আশরাফ সাহেবের উদ্যোগ সাধুবাদ পাবার যোগ্য
সাথে থাকবেন , ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.