নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়া ভারী মজা
বই পড় সবে,
বই পড়ে বড় হও
কথা হবে তবে।
কাজ হবে খেলা হবে
বিশ্রাম ও হবে,
বই তুমি পড়ে যাও
সুখ তবে পাবে।
এই বই এনে দিবে
বিশ্বকে কাছে,
কত কিছু কত কথা
অজানা যে আছে।
সারা পৃথিবীর কথা
বইয়ে তুমি পাবে,
এই বই ছেড়ে তুমি
কেন দূরে যাবে।
গুগলে কত কিছু
এখন যে পাবে,
ছাপা বই তার পর ও
লোকে পড়ে যাবে।
বই পড়া ভারী মজা
দিকে দিকে বল,
বই হাতে প্রতি ঘরে
একে একে চল।
বই লিখো, বই কেন
বই পড় সবে,
সবে মিলে তবেই তো
বড় হবে ভবে।
বই পড় বড় হও
দেশটাকে গড়ো,
অভাব গুছিয়ে দিয়ে
উন্নত কর।।
২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৭
শোভন শামস বলেছেন: আপনার আন্তরিকতার জন্য ধন্যবাদ
সাথে থাকবেন।
২| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১০:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ছড়াটি চমৎকার হয়েছে।
২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৬
শোভন শামস বলেছেন: আপনার আন্তরিকতার জন্য ধন্যবাদ
সাথে থাকবেন।
৩| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
প্রতিটা লাইব্রেরীতে আপনার ছড়া কবিতাটি টানিয়ে দেওয়া দরকার।
২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৬
শোভন শামস বলেছেন: আপনার আন্তরিকতার গভীরতার জন্য ধন্যবাদ
ধন্যবাদ সাথে থাকবেন।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৫৮
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
কবির প্রতি অভিন্দন ও সুভচ্চা জানাই।