নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

ছুটে চলা জীবন

০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৬



সুউচ্চ ভবনের কাঁচ ঘেরা জানালা দিয়ে
নীল আকাশ আড়াল করা আরও উচু নিচু ভবনের অবয়ব,
নিচে পথচলা মানুষের দল , রাজপথ
বাস ট্রাক,উবার, পাঠাও , রিক্সার চলাচল
ভিড় যানজট, ছুটে চলা, সব এক ফ্রেমে বাঁধা,
প্রতিদিন কার দৃশ্য, - একঘেয়ে কিংবা সয়ে যাওয়া।

এসবই জীবন নিয়ে, জীবনের জন্য,
সুদিনের আশায় এই ছুটে চলা।
চলছেই অবিরত, চলবেই।

সোনার হরিণ সেই সুখ দেয় কি ধরা
যার আছে তার হরিণ ছোটে আরও জোরে
যার নেই সে ছোটে হরিণের খোঁজে,
সবাই দিকবিদিক শূন্য হয়ে হায়,
অবশেষে একদিন সব ফুরিয়ে যায়।

কেউ যদি পেছনে ফিরে তাকাত
তবে দেখতে পেত, জীবন চলেছে তার নিজের তালে,
দিনশেষে কারো সঞ্চয়ের ঝোলা খালি , কারো উপচে পরা
কারো ছোট্ট ঘর কিংবা ঘরহীন
কারো দেশ ছাড়িয়ে বিদেশে ঘরের ছড়াছড়ি।

চলে যাওয়ার কালে কেউ কিছু নিতে পারেনি
ফিরে তাকিয়ে একবার দেখার ও সময় পায়নি
তার এই ছুটে চলার প্রাপ্তি সে ফেলে দিয়ে চলে যায়,
জীবন এভাবেই চলছে, চলবে, অনাগত দিনের দিকে,
হে মানুষ ভেবে দেখ, তুমি কি সেই পথে ,
কিছুটা বদলে কি নেয়া যায়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:


সোনার হরিণ সেই সুখ দেয় কি ধরা
যার আছে তার হরিণ ছোটে আরও জোরে
যার নেই সে ছোটে হরিণের খোঁজে,


এই সোনার হরিণের পিছনেই ছুটে চলেছি

১২ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫০

শোভন শামস বলেছেন: এরই মাঝে আমাদেরকে ভাল ভাবে চলেতে হবে
ধন্যবাদ, সাথে থাকবেন।

২| ০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: কবিতাটা খুবই সুন্দর হয়েছে।

১২ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৪৮

শোভন শামস বলেছেন: ধন্যবাদ, সাথে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.