নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুষের টাকায় বাড়ি গাড়ি
হারাম টাকায় খাচ্ছি,
লোণের টাকায় ফুরতি করি
দেশ গোল্লায় নিচ্ছি।
এখান থেকে যত পার
কর টাকা পার,
এই টাকাতে বাড়ি গাড়ি
দূর সাগরের ধার।
সারা জীবন এদেশে থেকে
স্বপ্নে বিদেশ দেখি
পরজন্মে যে দেশে যাব
স্বপ্ন ভংগ একি!!
ষাট সত্তর পেরিয়ে গেলেই
বুড়া মরবে কবে
স্বপ্ন দেখা সেই বাড়ীতে
যাওয়া কবে হবে।
দুটো করে জীবন পেলে
ধন্য হত যারা
অন্য জীবন বিদেশ গিয়ে
কাটিয়ে দিত তারা।
এসব যখন বুঝতে পারে
তখন সময় শেষ,
ছেলে মেয়ে বউ বাচ্চা
থাকে যে বিদেশ।
কালো টাকায় ছেলে মেয়ে
আমোদ প্রমোদ করে,
বোকা বুড়ো হিসেব মেলায়
কার কি মনে পড়ে।
কি লাভ হল এত টাকা
ভোগ করেছি যা,
ছেলে মেয়ে নষ্ট হল
কালো টাকা খা!!!
মরার পরে ভাগাভাগি
কে কত তাঁর রাখে,
যে চলে যায় তাঁর কথা কি
কারো মনে থাকে।
এই জনমে দেশকে ফাঁকা
করে দেবার পর,
মাটির নীচে অন্ধকারে
তাঁদের থাকার ঘর।
২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১:১১
শোভন শামস বলেছেন: আমাদের এই দেশকে আমরা সবাই যেন ভালবাসতে পারি, আমাদের জন্য আর আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার প্রত্যাশায়।
সাথে থাকবেন, ধন্যবাদ
২| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: দুই জীবনের কথা ফুটে উঠেছে এই কবিতায়।
চমৎকার হয়েছে।
২৫ শে জুলাই, ২০২১ দুপুর ১:১২
শোভন শামস বলেছেন: আমাদের এই দেশকে আমরা সবাই যেন ভালবাসতে পারি, আমাদের জন্য আর আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার প্রত্যাশায়।
সাথে থাকবেন, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+