নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বাংলাদেশ,
তোমার বাংলাদেশ,
সবার বাংলাদেশ ভাই,
আমদের দেশটাকে
আমরা সবাই যেন
সামনে এগিয়ে নিয়ে যাই।
জন্মেছি এই দেশে,
কেটেছে বহুদিন,
সুখ দুখ নিয়ে যে কত,
সামনের দিনগুলো
সুখময় হয় যেন,
উন্নতি রাশি রাশি যত।
এদেশের মানুষেরা
মনের সুখেতে বসে
জারীগান সারিগান গায়,
ভাটিয়ালী সুর শুনে
গর্বে মোদের এই
বুকটা যে ভরে ভরে যায়।
আমার বাংলাদেশ,
তোমার বাংলাদেশ,
এদেশে বিভেদ ভুলে যাই
আমাদের এই দেশে
আমরা সবাই যেন,
এক হয়ে সুখে গান গাই।
ছবি নেট
২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:১২
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ
২| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: দেশ নিয়ে চমৎকার কবিতা।
২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:২৯
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ
৩| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
শোভন শামস বলেছেন: অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম,
ধন্যবাদ সাথে থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ এদেশে বিভেদ ভুলে যাই ...