নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

চালতা গাছে ফুল আর মেঘ রৌদ্রের খেলা- ছবি ব্লগ

১৭ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৬

আকাশ মেঘলা থাকতেই হঠাৎ আলোর খেলা
সাথে পরিস্কার নীল আকাশে সাদা মেঘের ভেলা।
এর মাঝে একটু বৃষ্টির পর গাড় সবুজ চালতা পাতার ফাঁকে
সাদা সবুজে মেশানো চালতা ফুল যা সচরাচর দেখা যায়না।
আমার ভাললাগা সবার সাথে ভাগ করে নিলাম।
আশা করি ভাল লাগবে।


হালকা সবুজ আর কালচে সবুজের ফাঁকে দুরের আকাশের সাদা কালো মেঘ আর তীব্র নীল আকাশের মিশে একাকার হয়ে যাওয়া প্রকৃতির অপরূপ সুষমা


নতুন সবুজ পাতার সাথে ছোট্ট সবুজ চালতা যেন সবুজ পাতার আঁচলে জেগে উঠা জীবন

নতুন সবুজ পাতায় সূর্যের সোনালী আলোর ছটার মাঝে চালতা ফুলের মেলে ধরা রূপ



ফুলের পাপড়িতে মৌমাছির ভালবাসার ছোঁয়া

উড়ে চলা মেঘ আর নীল আকাশের ক্যানভাসে আঁকা সবুজের বর্ণিল রঙ বাহার


নতুন সবুজ পাতায় সূর্যের সোনালী আলোর ছটার মাঝে চালতা ফুলের মেলে ধরা রূপ ২


উড়ে চলা মেঘ আর নীল আকাশের ক্যানভাসে আঁকা সবুজের বর্ণিল রঙ বাহার ২


উড়ে চলা মেঘ আর নীল আকাশের ক্যানভাসে আঁকা সবুজের বর্ণিল রঙ বাহার ৩


নতুন সবুজ পাতায় সূর্যের সোনালী আলোর ছটার মাঝে চালতা ফুলের মেলে ধরা রূপ ৩

মন্তব্য ২৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩০

আমি সাজিদ বলেছেন: ভালো এসেছে ছবিগুলো।

১৭ ই জুন, ২০২১ রাত ১০:০৭

শোভন শামস বলেছেন: ধন্যবাদ, এই প্রথম চালতা ফুল দেখেছি, সাথে আকাশের সুন্দর হাসিমাখা নীলের খেলা, লোভ সামলাতে পারলাম না, ছবি তুলে ফেললাম।

২| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৬

আহমেদ জী এস বলেছেন: শোভন শামস,




নীল সবুজের খেলা। চালতা ফুলের ঘ্রানের মতো মাদকময়।

১৭ ই জুন, ২০২১ রাত ১০:০৮

শোভন শামস বলেছেন: ধন্যবাদ, ছবি তুলি মনের আনন্দে, ভাল লেগে গেল বিকেলের এই নীলাভ সোনালী মুহূর্ত।

৩| ১৭ ই জুন, ২০২১ রাত ৮:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি সম্ভবতো ২ বার সুযোগ পেয়েছি চালতা ফুলের ছবি তোলার।

১৭ ই জুন, ২০২১ রাত ১০:১০

শোভন শামস বলেছেন: ধন্যবাদ, এই প্রথম চালতা ফুল দেখেছি,
সাথে আকাশের সুন্দর হাসিমাখা সোনালী নীলের খেলা,
ছবি তুলে ফেললাম।

৪| ১৭ ই জুন, ২০২১ রাত ৯:৩০

শায়মা বলেছেন: এমন ঝকঝকে সুন্দর ছবি। যেন চোখ জুড়িয়ে যায়....

১৭ ই জুন, ২০২১ রাত ১০:২৪

শোভন শামস বলেছেন: ধন্যবাদ, ভাল লেগেছে জেনে খুশি হলাম, নিছক আনন্দ থেকে তোলা, আমাদের দেশের প্রকৃতির এক দুর্লভ মুহূর্ত, সাথে থাকবেন।

৫| ১৭ ই জুন, ২০২১ রাত ১০:২৬

শায়মা বলেছেন: আমার মতে এই ছবিগুলি আজকের যত ছবি ব্লগ এসেছে তার মাঝে সেরা।

আর একজনের ছবিও একই রকম সুন্দর সেটা শাহ আজিজভাইয়ার ছবিগুলি।

তবে সেটার কারণ থিম আর তোমার ছবিগুলি যেন জীবন্ত। কথা বলছে .....

১৭ ই জুন, ২০২১ রাত ১০:৩৬

শোভন শামস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ছবিগুলো আপনার ভাল লেগেছে বলে
অনুপ্রেরণায় সিক্ত মন্তব্যের জন্য ভাললাগা
প্রকৃতির তুলিতে আঁকা ছবি মানুষের সৃষ্টির সীমা ছাড়িয়ে যায়

৬| ১৭ ই জুন, ২০২১ রাত ১০:২৮

শায়মা বলেছেন: চালতা ফুলের ছবি যেন পটে আঁকা ছবি!

শিল্পীর চিকন ব্রাশে আঁকা হয়েছে শিরাগুলি!

কি ভয়ানক সৌন্দর্য্য!

১৭ ই জুন, ২০২১ রাত ১০:৩৮

শোভন শামস বলেছেন: সৃষ্টির এই অপূর্ব সৌন্দর্য দেখার সময় আমাদের হয় কি
তবুও চকিতে যদি এই ভাললাগা মন ছুয়ে যায় মন্দ কি
ধন্যবাদ, অনেক ধন্যবাদ

৭| ১৭ ই জুন, ২০২১ রাত ১১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

১৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

শোভন শামস বলেছেন: প্রকৃতি থেকে তুলে আনা কিছু মুহূর্ত, ধন্যবাদ সাথে থাকবেন

৮| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:১৩

হাবিব বলেছেন: চোখ জুড়ানোর মত ছবি।

১৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

শোভন শামস বলেছেন: হঠাৎ বিকেলের সময়টুকুতে প্রকৃতির অপরূপ দৃশ্য।
ধন্যবাদ সাথে থাকবেন

৯| ১৮ ই জুন, ২০২১ রাত ৮:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবিগুলো সুন্দর কিন্তু অন্য ছবিও সাথে দিলে আরও সুন্দর হতো।

১৮ ই জুন, ২০২১ রাত ৮:১৭

শোভন শামস বলেছেন: এই ছবি গুলো তুলেছিলাম তখন, তাই দিয়ে দিলাম।
ধন্যবাদ সাথে থাকবেন

১০| ১৮ ই জুন, ২০২১ রাত ৮:১৯

শোভন শামস বলেছেন: প্রকৃতিতে কত রকম সবুজ আর কত রকম নীল রয়েছে
সৃষ্টির কি বিচিত্র রঙের খেলা

১১| ১৮ ই জুন, ২০২১ রাত ৯:২০

জুন বলেছেন: আমি কালই আপনার ছবিগুলো দেখেছি শোভন শামস। কি যে অসাধারণ এক একটা ছবি বলার নয়। তবে সুন্দরী চালতা ফুলের ছবিটি দারুন তুলেছেন। অনেক ভালো লাগা রইলো।
+

১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:৫৭

শোভন শামস বলেছেন: বৃষ্টির পর বিকেল বেলা হঠাৎ এই দৃশ্য দেখে ছবি তুলে ফেলেছিলাম আর সাথে সাথে শেয়ার করেছি।
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল,
সাথে থাকবেন ধন্যবাদ

১২| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জীবন্ত ছবি।

১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:৫৭

শোভন শামস বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল,
সাথে থাকবেন ধন্যবাদ

১৩| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৩:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর+

১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:৫৮

শোভন শামস বলেছেন: হঠাৎ বিকেলের সময়টুকুতে প্রকৃতির অপরূপ দৃশ্য।
ধন্যবাদ সাথে থাকবেন

১৪| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ১:২৪

মনিরা সুলতানা বলেছেন: আপনার ছবিগুলো আমি আগেই দেখছি, ভালোলাগা প্রকাশ করা হয়ে উঠে নি। সবুজ মানে মনে আনন্দের লুটোপুটি !!
অনেকনেক উজ্জ্বল আর চমৎকার।

১৪ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

শোভন শামস বলেছেন: বৃষ্টির পর বিকেল বেলা হঠাৎ এই দৃশ্য দেখে ছবি তুলে ফেলেছিলাম আর সাথে সাথে শেয়ার করেছি।
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল,
সাথে থাকবেন ধন্যবাদ

১৫| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: আসলে প্রত্যেকটা ফুল ই সুন্দর । চলতা ফুল ও ব্যতিক্রম নয়। সুন্দর ফুলে সুন্দর পোষ্ট।

১৪ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫০

শোভন শামস বলেছেন: সাদা সবুজে মেশানো চালতা ফুল যা সচরাচর দেখা যায়না।
আমার ভাললাগা সবার সাথে ভাগ করে নিলাম, ধন্যবাদ সাথে থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.