নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তীব্র তাপদাহ
প্রচণ্ড সূর্যের আলো
ধুসর আকাশের বিশালতা
ঘামে ভেজা মানুষগুলো।
অপেক্ষার প্রহর গুনছে
কখন মেঘের ছায়া পাবে
শীতল বৃষ্টির পরশের জন্য
সবকিছু চরাচরে প্রতীক্ষারত।
কদিন আগের বৃষ্টিতে
ধুলো সরে সবুজ রঙের বাহার
মাটি, বৃষ্টির আবেশে জীবন্ত
তারপর ও তপ্ত ধরণী প্রতীক্ষায়।
নির্বাক বৃক্ষরাজি আগের মতই আছে
বাতাস থমকে গেছে
পাখিরা আকাশে নেই
গরমের হল্কা চারপাশে।
এ সময়টা কি এমনই ছিল?
না, মানুষের লোভ প্রকৃতিকে নিয়ে
ক্রমাগত কমে যাওয়া বন
ভরাট হয়ে যাওয়া জলমহাল।
যথেচ্ছা ব্যবহার প্রকৃতিকে
যত্রতত্র বর্জ্যের মেলা
বেহিসাবি জীবনযাত্রা
সব মিলিয়ে প্রকৃতি রুষ্ট আজ।
প্রকৃতিকে তাই দেখছি এখন
করোনার ভয়াবহতায়
বৃষ্টিহীনতায়
তীব্র দাবদাহের মাঝে।
এত কিছুর পরে নিজেকে সংযত করে
একটু কি বদলাবে মানুষ
আত্মশুদ্ধি ও সংযমে
উড়াবে শান্তির ফানুশ।।
২৪ শে মে, ২০২১ রাত ৯:৪৬
শোভন শামস বলেছেন: সন্ধ্যার পর সহনীয় হয়েছে কিছুটা, বিকেলে আকাশে মেঘ দেখা গিয়েছিল, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
ধন্যবাদ, সাথে থাকবেন।
২| ২৪ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০৩
শেরজা তপন বলেছেন: তেমন দিনের অপেক্ষায় রইলাম...
কবিতায় ভাল লাগা।
২৪ শে মে, ২০২১ রাত ৯:৪৬
শোভন শামস বলেছেন: এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
ধন্যবাদ, সাথে থাকবেন।
৩| ২৪ শে মে, ২০২১ রাত ৮:১১
চাঁদগাজী বলেছেন:
কবিতা আবৃতি করলে বৃষ্টি নামতে পারে? দোয়া করলে নাকি বৃষ্টি আসে?
২৪ শে মে, ২০২১ রাত ৯:৪৮
শোভন শামস বলেছেন: এব্যাপারে জ্ঞান সীমিত, তবে বিশ্বাসে অনেক কিছু মেলে।
ধন্যবাদ, সাথে থাকবেন।
৪| ২৪ শে মে, ২০২১ রাত ১০:২৩
মনিরা সুলতানা বলেছেন: প্রকৃতি বদলালেও মানুষের বদলানোর আশা আর করি না
ভাললেখা।
২৪ শে মে, ২০২১ রাত ১০:৪৯
শোভন শামস বলেছেন: আশা নিয়ে মানুষ বাঁচে, আশাহত হওয়া চলবে না,
অনুপ্রেরণা দিয়ে আস্তে আস্তে বদলাতে হবে
সময় লাগবে, ধন্যবাদ, সাথে থাকবেন।
৫| ২৫ শে মে, ২০২১ রাত ১২:২০
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ অনুভূতি
২৫ শে মে, ২০২১ রাত ১০:৪৪
শোভন শামস বলেছেন: ধন্যবাদ +++, সাথে থাকবেন।
৬| ২৫ শে মে, ২০২১ রাত ১২:৪৭
রাজীব নুর বলেছেন: এই কিছুক্ষন আগে আমাদের এলাকায় প্রায় আধা ঘন্টা বৃষ্টি হলো। কিন্তু গরম কিন্তু কমে নি।
২৫ শে মে, ২০২১ রাত ১০:৪৬
শোভন শামস বলেছেন: সন্ধ্যার পর সহনীয় হয়েছে কিছুটা, বিকেলে আকাশে মেঘ দেখা গিয়েছিল, বৃষ্টি হয়েছে।
তবুও একটু শান্তি, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০২১ বিকাল ৫:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: আর ২ দিনের মধ্যে বৃষ্টির দেখা মিলবে।