নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ তাপ ছিল বিকেলের দিকে, একটু খোলা হাওয়ায় বেড়াতে বের হয়ে কয়েকটা ছবি তুললাম সূর্যাস্তের। সবার সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।
আকাশ ছিল হালকা তামাটে।
নীল আকাশের দেখা পাইনি।
ডুবে যাওয়ার পথে সূর্যের রক্তিম ছটা আর বাগান বিলাসের রঙ মিলে ভাল লাগছিল।
সোনালী লাল আর ম্লান সূর্যের আলো, ভাল লাগা এনে দিয়েছিল।
২৪ শে মে, ২০২১ দুপুর ১:১০
শোভন শামস বলেছেন: দিন শেষের ক্ষণটুকু মাঝে মাঝে মনে আনন্দ ও এনে দেয়,
ধন্যবাদ, সাথে থাকবেন।
২| ২৪ শে মে, ২০২১ রাত ১২:৪৭
মা.হাসান বলেছেন: আমার মাঝেও ভালোলাগা এনে দিলো।
ঢাকায় বসে এত সবুজ দেখা যায় এমন জায়গা মনে হয় বেশি নাই।
গতকাল এক প্রয়োজনে মুগদার শেষ মাথায় গিয়েছিলাম। পাঁচ তলার ব্যালকনি থেকে নোংরা খালের পানি আর গজিয়ে উঠতে থাকা দালান দেখলাম। যত দূর চোখ যায় প্রায় পুরোটাই ফাকা। কিন্তু সবুজ বলে কিছু নেই।
২৪ শে মে, ২০২১ দুপুর ১:০৭
শোভন শামস বলেছেন: গাছপালা আর জলমহাল উজাড় হচ্ছে আমাদের বাসস্থানের জন্য, এতে একটা প্রয়োজন মিটে তবে অনেক সমস্যার সৃষ্টি হয়। সবুজ গাছ প্রকৃতিকে সতেজ করে প্রান আনে, সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে।
ধন্যবাদ, সাথে থাকবেন।
৩| ২৪ শে মে, ২০২১ রাত ১:২০
রাজীব নুর বলেছেন: ছবিটা কি আসলেই গতকালের
২৪ শে মে, ২০২১ দুপুর ১:০৪
শোভন শামস বলেছেন: হাঁ, শনিবার বিকেলের ছবি, রোববার রাতের পোস্টে,
ধন্যবাদ, সাথে থাকবেন।
৪| ২৫ শে মে, ২০২১ রাত ১২:০২
রাজীব নুর বলেছেন: শনিবার আমি ছাদে ছিলাম। আপনার তোলা ছবির মতো আকাশের দেখা পাই নি। পেলে হয়তো এরকম দু একটা ছবি আমিও তুলতাম।
২৫ শে মে, ২০২১ রাত ১০:৪৩
শোভন শামস বলেছেন: আপনার ছবি অনেক সুন্দর হয়।
ধন্যবাদ, সাথে থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০২১ রাত ১২:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: গতকাল আমি সূর্যাস্ত দেখেছি আসি আসি করা বর্ষার জলের ধারে দাঁড়িয়ে