নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন কেটে যায়, রাত কেটে যায়
শান্তি হারিয়ে যাচ্ছে,
সারা পৃথিবীতে যেদিকেই দেখি
মানুষ কষ্ট পাচ্ছে।
সুখের জন্য বানানো জীবনে
সুখ দূরে চলে যায়,
একজন সুখে থাকার বদলে
হাজার দুঃখ পায়।
মানব সৃষ্ট হানাহানি আর
সংঘাত প্রতিদিন,
প্রকৃতি বিরূপ সমস্যা তাই
অবস্থা সংগিন।
অথচ একটু ভেবে দেখো আজ
হাসপাতালে যারা,
মৃত্যু এসে হানা দিলে পরে
সম্পদ হাতছাড়া।
সুন্দরভাবে বাঁচার জন্য
সব কিছু দেয়া আছে,
লাভের কারনে হারাচ্ছি সব
হেরেছি লোভের কাছে।
ন্যায় নীতি আর বিবেক ছাড়া
মানুষের দল বাড়ছে,
মানবতা আর মানবিকতা
এই পৃথিবী ছাড়ছে।
এমন হলে ধ্বংস কি কাছে
সেই দিকে কি চলছি,
এখনো সময় হয়ত আছে
থেমে যাও শুধু বলছি।
১৮ ই মে, ২০২১ রাত ১১:২১
শোভন শামস বলেছেন: সবাই আমরা অস্থির সময় কাটাচ্ছি। মানুষ সৃষ্ট সংঘাত, প্রকৃতির দুর্যোগ সব এক সাথে আমাদেরকে ঘিরে ধরেছে। তবুও আমরা আমাদের অনাস্রিস্তি থেকে ফিরতে পারছি না। সব কিছু কেন যেন স্বাভাবিক হয়ে গেছে।
অথচ শান্তি খুবই দরকার।
সাথে থাকবেন, ধন্যবাদ।
২| ১৮ ই মে, ২০২১ রাত ১০:১৩
জটিল ভাই বলেছেন:
এই পরিবেশ শান্ত হয়নি
ভাবি না শান্ত হবে,
চেয়ে আছি এই পরিবেশ হতে
মুক্তি পাবো কবে?
১৮ ই মে, ২০২১ রাত ১১:২২
শোভন শামস বলেছেন: শান্তি আমাদের বেঁচে থাকার আনন্দের জন্য খুবই দরকার।
আমাদেরকে কোন না কোন ভাবে শান্তি ফিরিয়ে আনতে হবে।
সাথে থাকবেন, ধন্যবাদ।
৩| ১৮ ই মে, ২০২১ রাত ১০:২৮
রাজীব নুর বলেছেন: শান্তি আসলে নিজের কাছে। মন্দ কাজ থেকে দূরে থাকলেই শান্তি পাওয়া যায়।
কবিতা সুন্দর হয়েছে। ভাষা সুন্দর। প্রানবন্ত।
১৮ ই মে, ২০২১ রাত ১১:২৬
শোভন শামস বলেছেন: ঠিক বলেছেন, কিন্তু বেশিরভাগ মানুষ এই সহজ কথাটা বুঝতে চাইছে না।
তাই অশান্তির অতলে আমরা তলিয়ে যাচ্ছি।
সাথে থাকবেন, ধন্যবাদ।
৪| ১৯ শে মে, ২০২১ রাত ১:২১
রাজীব নুর বলেছেন: আমার কোনো অশান্তি নেই। আমি বেশ আছি।
১৯ শে মে, ২০২১ দুপুর ২:৩৯
শোভন শামস বলেছেন: আমি সুখী মানুষ খুঁজি তবে এখনো পাইনি।
আপনি শান্তিতে আছেন জেনে ভাল লাগল।
সাথে থাকবেন, ধন্যবাদ।
৫| ১৯ শে মে, ২০২১ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা। যায় দিন ভালো, আসে দিন মন্দ
১৯ শে মে, ২০২১ দুপুর ২:৪২
শোভন শামস বলেছেন: সামনের দিনগুলো যেন সুন্দর হয় এই কামনায়, আশা নিয়ে মানুষ বাঁচে।
কবিতা ভাল লেগেছে সেজন্য ভাল লাগল
ধন্যবাদ, সাথে থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০২১ রাত ১০:০৫
শায়মা বলেছেন: আসলেই চারিদিকে যে একটার পর একটা কি শুরু হলো। নিজের মত করে শান্তি খুঁজে পাওয়াও আর সম্ভব না।