নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

মানুষের জন্য মানুষ

০৫ ই মে, ২০২১ বিকাল ৩:৫১


আমাদের দেশে এখন অনেক ধনবান মানুষ আছে। এই সব মানুষরা যদি তাঁদের বছর শেষের সঞ্চয় থেকে যাকাত দেন তাহলে বাংলাদেশের দারিদ্র অনেকাংশে কমে যাবে।

একটা পরিবার যদি এক কিংবা দুটি পরিবারের দায়িত্ব নিয়ে তাঁদের প্রেষণা প্রদান করে, সন্তান সন্ততির পড়াশোনা এবং একটা কর্ম সংস্থানের লক্ষ্য নিয়ে এগিয়ে যায় তাহলে অল্প অল্প করে মানুষ তাঁদের অভাব কাটিয়ে উঠে স্বাবলম্বী হবে। এতে নিজের ব্যস্ত সময় থেকে কিছু সময় অবশ্যই দিতে হবে।

বক্তিগত উদ্যোগ কিংবা কয়েকজন সমমনা মিলে ছোট ছোট গ্রুপে এই কাজে এগিয়ে আসা সম্ভব। এর পাশাপাশি হাতে কলমে কিছু জ্ঞান যদি দেয়া যায় তাহলে ও তারা কিছু একটা করে সম্মানের সাথে বেঁচে থাকতে পারে।

আমাদের দেশের মানুষকে সম্পদ হিসেবে গণ্য করে এসব কাজে এগিয়ে আসা যায়।সব সময় যে সফলতা আসবে এমন নয় তবে হাল ছেড়ে দেয়া যাবে না। একবার কয়েক জনকে রিক্সা কিনে দেয়ার কথা হচ্ছিল। যারা ভাড়ায় রিক্সা চালায় তারা যদি শে রিক্সার মালিক হয় তাহলে বাড়তি টাকা দিয়ে তারা আরও কিছু করতে পারে। তখন একজন বলল কত টাকা দিবেন, রিক্সার বদলে একটা সি এন জি কিনে দেন। রিক্সা চালানো কষ্টের।

ভাল কাজ করতে গেলে অনেক বাধা আসবে, অনেকে নানা ধরনের মন্তব্য করবে তবে লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেলে সাফল্য আসবেই। একজনের সাফল্যের কথা আরেকজন জানলে তারা ও ভাল কাজে লেগে যেতে পারে।

সবাই যদি মন থেকে চিন্তা করতে থাকি তাহলে ও একদিন সফলতা আসবে। ছোট ছোট প্রচেষ্টা এক সময় একটা বড় কাজকে সহজ করে দিবে।

পৃথিবী তে এখন ও পরোপকারী মানুষ আছে বলে টিকে আছি আমরা, কেই সরবে আর কেউ নীরবে কাজ করে চলছে। আসুন আমরাও চেষ্টা করি।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২১ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:



যাকাত, মাকাত, এগুলো কমবুদ্ধির ভাবনা, আসল ভাবনা হলো চাকুরী সৃষ্টি।

০৫ ই মে, ২০২১ বিকাল ৪:০৮

শোভন শামস বলেছেন: এই ধরনের কোন কারখানা তো নেই, যেখানে চাকুরী সৃষ্টি করা যায়।
আইডিয়া আগে লাগে, তারপর শিল্প কারখানা।
চলমান জীবনের ও অনেক কাজ আছে যেখানে টাকা উপারজন করা যাবে।
চেষ্টা করে যেতে হবে, কম বেশী সব বুদ্ধি নিয়ে।

২| ০৫ ই মে, ২০২১ বিকাল ৪:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসলামী শরীয়া মোতাবেক যাকাত
ফেতরা আদায় ও সুষ্ঠ বন্টন হলে
পৃথিবী থেকে দারিদ্রতা বিলুপ্ত হবে।
বিশ্বাস না করা মূর্খতা।

গাজীসাব কি যেন একবার বলেছিলো
সমবায়ের মাধ্যমে গরীব হটাও আন্দোলন
করবে !! তার সে প্রজেক্ট কি বাতিল ?

০৫ ই মে, ২০২১ বিকাল ৪:২২

শোভন শামস বলেছেন: থামলে চলবে না
চেষ্টা চালিয়ে যেতে হবে
চিন্তায়, কাজে পরিকল্পনার মাঝে
নতুন কাজ সৃষ্টি করে
নতুন শিল্প গড়ে
নতুন উদ্যোগ নিয়ে
কাজ বের করে।
ধন্যবাদ সাথে থাকবেন

৩| ০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৩০

জটিল ভাই বলেছেন: ভালো কাজে কেউ থামেনা, থামিয়ে দেওয়া হয়! সুন্দর চিন্তার জন্য আন্তরিক ধন্যবাদ :)

০৬ ই মে, ২০২১ রাত ৮:১১

শোভন শামস বলেছেন: ধন্যবাদ সাথে থাকবেন।

৪| ০৫ ই মে, ২০২১ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছে, " এই ধরনের কোন কারখানা তো নেই, যেখানে চাকুরী সৃষ্টি করা যায়। "

-সেসব কারখানা আছে মার্কেলের মাথায়, কানাডিয়ানদের মাথায়, আমাদের মোল্লাদের মাথায় আছে ভিক্ষার কারখানা, যাকাত

০৬ ই মে, ২০২১ রাত ৮:১১

শোভন শামস বলেছেন: কানাডা আর মারকেল আমদের কারখানা বানাবে না। আমাদের মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে। একজন যদি একটা পরিবারকে বাঁচার মত গড়ে দিতে পারে তাইলে অনেকটা এগিয়ে যাওয়া যাবে।
আমাদের যা আছে তাঁর প্রতিফলন দেখছি এখন, এই বাস্তবতা মেনে এগিয়ে যেতে হবে।
সদিচ্ছা ও একাগ্রতা দরকার উন্নতির জন্য।

৫| ০৬ ই মে, ২০২১ রাত ১:২২

রাজীব নুর বলেছেন: দেশের দূর্নীতিবাজদের ধরলে, প্রচুর টাকা পাওয়া যাবে। সেই সব টাকা দিয়ে কলকারখানা করলে সাধারণ মানুষ চাকরি পাবে।

০৬ ই মে, ২০২১ রাত ৮:১৮

শোভন শামস বলেছেন: এটা একটা চক্র, এর থেকে বেড়িয়ে আসতেই হবে
তা না হলে কিছু হবে না।
ধন্যবাদ সাথে থাকবেন।

৬| ০৬ ই মে, ২০২১ রাত ১:৩৭

কামাল১৮ বলেছেন: তারা এতো বছর জাকাত দিতোনা।গরিবতো থাকার কথা না।আজ প্রায় আটশ বছর হয়ে গেল এই এলাকায় মুসলমানের বাস ,আর কতো বছর গেলে জাকাতের টাকা দিয়ে গরিরা বড়লোক হবে।

০৬ ই মে, ২০২১ রাত ৮:২১

শোভন শামস বলেছেন: যাকাতের টাকা দিয়ে গরীবরা ধনী হয় না, এর সুষ্ঠু ব্যবহারে মানুষ স্বাবলম্বী হয়।লোক দেখানো দান আর অভাব কমিয়ে আনার জন্য দান দুটো আলাদা। সদিচ্ছা এবং উত্তম পরিকল্পনার মাধ্যমে তা সম্ভব।
ধন্যবাদ, সাথে থাকবেন

৭| ০৬ ই মে, ২০২১ দুপুর ১২:৪৮

মা.হাসান বলেছেন: ভাল কাজ করতে গেলে অনেক বাধা আসবে, অনেকে নানা ধরনের মন্তব্য করবে তবে লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেলে সাফল্য আসবেই। একজনের সাফল্যের কথা আরেকজন জানলে তারা ও ভাল কাজে লেগে যেতে পারে।
সত্য কথা।
সঙ্ঘবদ্ধ ভাবে করা গেলে অনেক বেশি লোক উপকারভোগি হতো। সেন্ট্রালি বন্টন করতে পারলে যার প্রয়োজন বেশি সে আগে পেতো। কিন্তু সে অবস্থা নেই। সমাজ পরিবর্তন করাও এক জনের পক্ষে সম্ভব না । তাই নিজের সাধ্য মতো সাহায্য-সহযোগিতা করা দরকার। একটা রিকশা কিনে দেয়া বা তাও না পারলে রিকশায় হাওয়া দেয়ার জন্য পাম্প এবং সারানোর ছোটখাটো যন্ত্র বা জমি নিড়ানোর জন্য কোদাল-খুরপি-কাস্তে এসব কিনে দিয়েও সাহায্য করা যায়। একশ জনকে এক বেলা খাওয়ার টাকা দিলে পরের বেলার জন্য আবার ভিক্ষে করবে।একজনকে দুটা ছাগল কিনে দিলে , যদি ভাগ্য সহায় হয়, তবে এটা থেকে পরিবারটা দাড়িয়ে যেতে পারে।
যাদের সামর্থ আছে তারা অধিকাংশ পজিটিভ থিংকিঙের বদলে সমালোচনা করবে, কেননা এটাই সহজ। যাদের আগ্রহ আছে তারা একজনও যদি এগিয়ে আসে মন্দ কি?

০৬ ই মে, ২০২১ রাত ৮:২৩

শোভন শামস বলেছেন: সঠিক, অনেকে না এলে একা এগিয়ে যাওয়া যায়
এক থেকে এক সময় অনেক হবে
ধন্যবাদ, সাথে থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.