নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে উঠিয়া আমি মনে মনে বলি………
এইগুলি ছিল সব পুরাতন বুলি,
সারাদিন ভাল থেকে লাভ কিসে হয়
ধান্দা ফিকির করে কাটায় সময়।
গুরুজন বড় জন কে মনে রাখে
টাকায় কথা বলে বড় হয়ে থাকে।
শর্ট কার্ট পথ ধর উন্নতি চাই
ভালবাসা মানবতা নেই দাম নাই !!
শিশু থেকে কৈশোর সময় যে যায়
যৌবনে কিছুদিন ভাগ ভোগ পায়,
তারপর বৃদ্ধ, রথ যতদিন
মানুষ গনবে তাঁকে সেই কটা দিন।
ক্ষমতা আর টাকা কাজে আসবে কি
গতিহীন হয়ে গেলে সব হবে ফাঁকি।
মাঝের কিছুদিন অন্যায় পাপ
টাকার পাহাড় গড়ে ছেড়ে অনুতাপ।
পৃথিবীটা ছেড়ে গেলে কত কিছু থাকে
যারা আছে তারা তাঁকে মনে কি রাখে।
দম্ভভরে যারা কয়েকটা দিন
কাটিয়ে দিয়ে আজ হয়েছে বিলীন,
কেউ কি মনে করে আনন্দ নিয়ে,
মুখ ফিরিয়ে নেয় ঘৃণা মেখে দিয়ে।
কে শোনে কার কথা আরও আরও চাই
কে খাবে কত খাবে ভাবনাটা নাই।
যে যত দ্রুত বুঝে তার তত ভাল
একটা জীবন দিয়ে জ্বালো আলো জ্বালো।।
০১ লা মে, ২০২১ বিকাল ৪:২৯
শোভন শামস বলেছেন: একটা অন্য রকম সময় অতিক্রম করছি আমরা,
আশা করি এটা যেন দ্রুত শেষ হয়
সবারই একটু নিজেকে পরিবর্তন করা দরকার
ধন্যবাদ, সাথে থাকবেন।
২| ০১ লা মে, ২০২১ বিকাল ৪:৩১
শেহজাদী১৯ বলেছেন: আমার অবজারভেশনে অন্যরা যাও বা নিজেকে ঠিক রাখার চেষ্টায় আছে কিন্তু টিন এইজ ছেলেমেয়েরা বলতে গেলে নিজের পায়ে কুড়াল মারছে।
তারা বোঝে তারাই জানে সবচাইতে বেশি। তাই নিজেদের সময়টাকে নষ্ট করে ফেলছে।
০১ লা মে, ২০২১ বিকাল ৪:৩৬
শোভন শামস বলেছেন: সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়ের সমান
দেরিতে বুঝলে একটা জেনারেশন ক্ষতি গ্রস্থ হবে
দেশের হবে ব্যপক ক্ষতি
দেশকে ভালবাসা দরকার।
৩| ০১ লা মে, ২০২১ বিকাল ৪:৩৪
জটিল ভাই বলেছেন: এইসব বুলিও হচ্ছে পুরাতন,
পাবজি খেলছি বাপজি
করেনা জ্বালাতন!
০১ লা মে, ২০২১ বিকাল ৪:৩৮
শোভন শামস বলেছেন: ক্ষতিটা কিন্তু একদম নতুন
আর ফলাফল ভবিষ্যতে হবে করুণ
কে দায় সামলাবে
বাপধন কোথায় থাকবে তখন
৪| ০১ লা মে, ২০২১ রাত ৯:২০
জগতারন বলেছেন:
আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন, আমিন।
০২ রা মে, ২০২১ দুপুর ১২:১২
শোভন শামস বলেছেন: দেশকে ভালবাসা দরকার।
ধন্যবাদ, সাথে থাকবেন।
৫| ০১ লা মে, ২০২১ রাত ৯:৪৪
আহমেদ জী এস বলেছেন: শোভন শামস,
অসময় নয়, এসময়ের কবিতা। অন্য কথায় -
"সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারদিন আমি যেন টাকা নিয়া খেলি...."
শেহজাদী১৯ এর দু'টো মন্তব্যেই সহমত।
০২ রা মে, ২০২১ দুপুর ১২:১২
শোভন শামস বলেছেন: দেশকে ভালবাসা দরকার।
ধন্যবাদ, সাথে থাকবেন।
৬| ০১ লা মে, ২০২১ রাত ১০:৪৫
রাজিব হোসেন পানি বলেছেন: nice ,,, akhon baby ra mobile niye bg thake
০২ রা মে, ২০২১ দুপুর ১২:১২
শোভন শামস বলেছেন:
ধন্যবাদ, সাথে থাকবেন।
৭| ০৪ ঠা মে, ২০২১ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০৫ ই মে, ২০২১ বিকাল ৪:০০
শোভন শামস বলেছেন: ধন্যবাদ সাথে থাকবেন।
বেশ কয়েকদিন পর আপনার মন্তব্য দেখে ভাল লাগল।
৮| ০৫ ই মে, ২০২১ দুপুর ১:৪৫
খায়রুল আহসান বলেছেন: প্যারোডিটা ভাল হয়েছে।
সময় বয়ে যাচ্ছে, সময় কখনো পেছনে বয় না। তরুণরা সে সময় হেলায় হারাচ্ছে। ভাবনার বিষয়।
০৫ ই মে, ২০২১ বিকাল ৪:০২
শোভন শামস বলেছেন: তরুন দের সময় হারানো মানে সামনে দুঃসময়।
দ্রুত এর থেকে মুক্তি পেতে হবে।
যত দ্রুত বের হয়ে আসা যায় তত মঙ্গল।
ধন্যবাদ সাথে থাকবেন।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২১ বিকাল ৪:২৬
শেহজাদী১৯ বলেছেন: আজকাল বাচ্চারা কেউ আর সকালে উঠছে না।
স্কুলে যাওয়া নেই। বাইরে খেলা নেই। অনলাইনে যা আছে স্কুলের নামে তা ফাঁকি দেওয়া অনেক সোজা।