নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পানি নেই খরা চলে
মাঠ ঘাট ফাটছে,
বৃষ্টির পানে চেয়ে
দিনগুলো কাটছে।
খাবারের পানি নেই
পুকুর শুকিয়ে যায়,
জলাশয় ভোরে গেছে
কোথায় যে পানি পায়?
বৃষ্টির দেখা নাই
বৃষ্টি ঝরছে না,
আকাশ তামাটে রঙ
মেঘ করছে না।
জীবন বাঁচাতে হলে
পানি যে লাগবে,
অভাবে পড়ার আগে
কেউ কি তা ভাববে।
পুকুর দীঘি গুলো
ভরাট আর কোরো না,
জলাশয় শেষ করে
প্রকৃতিকে মেরো না।
বৃষ্টির পানিটাকে
কিভাবে রাখবে,
নতুন প্রযুক্তি নিয়ে
একটু কি ভাববে।
রাখতে পারলে পানি
সারাটা বছর ধরে,
পাবে অবিরাম পানি
তৃষ্ণায় রবে না পড়ে।
এখনি সময় তার
ভাবো সব মিলে বসে
নিজেদের কষ্ট গুলো
সামলাও মিলে মিশে।।
১৭ ই মে, ২০২১ রাত ১২:৪৯
শোভন শামস বলেছেন: মন্তব্য বিহীন কবিতায় প্রথম মন্তব্য।
ধন্যবাদ সাথে থাকবেন।
কদিন ব্লগে ছিলেন না মনে হয়।
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০২১ রাত ১:২২
রাজীব নুর বলেছেন: সারা দেশ গাছ লাগিয়ে ভরে ফেলতে হবে।