নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির প্রতীক্ষা

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৯



পানি নেই পানি নেই
চৌচির ফেটে মাঠ,
কাঠ ফাটা রোদ্দুর,
ছায়াহীন পথ ঘাট।

আকাশে মেঘ নেই
মেঘ উড়ে চলে না,
নেই কাল সাদা মেঘ
বৃষ্টি ঝরে না।

কোথায় মেঘের ছায়া
তীব্র রোদের তাপ,
শুকনো মাটির বুকে
উষ্ণ হল্কা ভাপ।

সময়ে রোদ্দুর
সময়ে মেঘ চাই,
রোদ মেঘ পালালে
অসহায় সব্বাই।

অসহায় মানুষেরা
প্রহর গুনছে আজ,
বৃষ্টি কবে হবে
চিন্তায় পড়ছে ভাঁজ।

প্রতীক্ষা বৃষ্টির
কবে তা নামবে,
মাটির পৃথিবীর
হাহাকার থামবে।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ৯:০২

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: এই বুঝি এলো ঝুমঝুম বৃষ্টি।
দারুণ ছন্দময় লেখনি ভাইয়া।

২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২৮

শোভন শামস বলেছেন: একটু আগেই হাওয়া এসে ঠাণ্ডা করে দিল পৃথিবী।
সাতক্ষীরার মানুষ পানি পাচ্ছে না, অনেক দিন সেখানে বৃষ্টি নেই।
ধন্যবাদ সাথে থাকবেন।

২| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

প্রত্যাশিত বৃষ্টি এসেই গেলো
শীতল হলে উষ্ণ পৃথিবী।

২৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৪

শোভন শামস বলেছেন: শীতল শান্তির পরশ
পানির হাহা কার একটু হলেও যেন কমে
ধন্যবাদ সাথে থাকবেন

৩| ০৫ ই মে, ২০২১ রাত ১:৪৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৫ ই মে, ২০২১ বিকাল ৪:০৪

শোভন শামস বলেছেন: আপনার বৃষ্টি ভেজা লিখা পরলাম, অনেকটা স্বস্তি এসেছে প্রকৃতিতে।
ধন্যবাদ সাথে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.