নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাওয়া নেই গরমে
তাপ শুধু বাড়ছে,
মাঠে ঘাটে যারা চলে
ঘাম শুধু ঝরছে।
সূর্যের তাপ বেশী
কোথাও বাতাস নাই,
একটু বৃষ্টি হলে
শীতল করবে তাই।
কবিতায় প্রান নেই
পাঠককে টানে না,
কবির কবিতা গানে
দর্শক আনে না।
কি কথা লিখব
বসে বসে গুছিয়ে,
সময়টা চলে গেলে
যাবো যে পিছিয়ে।
সামনের দিনগুলো
সুন্দর হোক চাই,
নতুন এই বছরে
এ আশাই করে যাই।।
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৩
শোভন শামস বলেছেন: ঠিক বলেছেন, ভাল লাগল
ধন্যবাদ, সাথে থাকবেন
২| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৩
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: এই আশা পূর্ণ হউক
কবিতা বৃষ্টি হয়ে ঝড়ুক।
১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৫
শোভন শামস বলেছেন: এই সময়ে বৃষ্টি খুব দরকার সবার জন্য
আর দরকার করোনা থেকে সুরক্ষা
ধন্যবাদ, সাথে থাকবেন
৩| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৬
শোভন শামস বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তবের জন্য, সাথে থাকবেন
৪| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৯
শায়মা বলেছেন: কবে আসবে সেই দিন?
১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৭
শোভন শামস বলেছেন: আশা নিয়েই তো মানুষ বাঁচে
অবশ্যই সেই সুখের দিন আসবে
ধন্যবাদ, সাথে থাকবেন
৫| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:২৫
সিগনেচার নসিব বলেছেন: আশা পূর্ণতা পাক
১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৭
শোভন শামস বলেছেন: আশা নিয়েই তো মানুষ বাঁচে
ধন্যবাদ, সাথে থাকবেন
৬| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:৩৫
নেওয়াজ আলি বলেছেন: অতি উত্তম লিখনী
১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৯
শোভন শামস বলেছেন: ধন্যবাদ উত্তম প্রশংসার জন্য
শুভকামনা, সাথে থাকবেন
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল হলে পাঠক কিন্তু কিছু হলেও আসে। যেমন আপনার এ ছড়া কবিতায় আমি আসলাম!