নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন বছরের শুরু
সাথে রমজান
করোনার পাল্লা দিয়ে বেড়ে যাওয়া।
নতুন বছরে
সংযমের মাসে
মানুষের চলাচল কমে যাওয়া।
আনন্দ উল্লাস
মঙ্গল শোভাযাত্রা
ইফতার নামাজ সব নতুন ভাবে,
সময়ের দাবীতে
নতুন পরিস্থিতি
সব একটু একটু বদলে যাবে।
কাল বৈশাখী নেই
নেই বৃষ্টি বহুদিন
গরমে তাপ বেড়ে যায়,
আমের মুকুল আর
মাঠের ফসল ভরা
বৃষ্টির পরশ যে পেতে চায়।
পরিবেশ আবহাওয়া
সব বদলে গেছে
মানুষের চাহিদার কাছে,
প্রকৃতি অল্প অল্প করে
ফিরে কি পেতে পারে
নতুন করে বাঁচার আশে।।
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫০
শোভন শামস বলেছেন: ঠিক বলেছেন, ধন্যবাদ, সাথে থাকবেন
২| ১৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১০
ইসিয়াক বলেছেন: কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে।
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১০
শোভন শামস বলেছেন: গতকাল রাতের শেষ দিকেও হয়েছে, ধন্যবাদ, সাথে থাকবেন
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: গরীবের কোনো নতুন বছর নাই। গরীবের প্রতিটা দিনই সমান।