নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু একটা শব্দ চয়ন
প্রেমিকার দুটি নয়ন
ছড়ানো ভালবাসা,
এক জীবনের কত আশা।
নদীতে নৌকা চলে
হালকা বাতাসে দোলে
প্রেমিক প্রেমিকার পানে চায়,
মাঝি সুখের গান গায়।
আকাশে সাদা মেঘ
ঝড় এলে বাড়ে বেগ
ঝম ঝম বৃষ্টি নামে,
সুন্দর এই ধরা ধামে।
বনেতে ছোট এক পাখী
সারা বেলা ডাকা ডাকি
কত কথা কি যে বলে,
আনন্দে কলাহলে।
কত ফুল ফুটে আছে
নানা রঙ চারিপাশে
মৌমাছি উড়ে আসে,
প্রানের আনন্দে ভাসে।।
১০ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৯
শোভন শামস বলেছেন: কবিতা এখন কেউ পড়ে না,
ধন্যবাদ, সাথে থাকবেন
২| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১০ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৯
শোভন শামস বলেছেন: কবিতা এখন কেউ পড়ে না,
ধন্যবাদ, সাথে থাকবেন
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৩
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ কবিতা