নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্য উদিত হলে এর প্রমান নিয়ে বিতর্ক করা
আর সূর্যোদয়ের সময় অন্ধের লাঠি দেখা একই কথা।
********
তোমার গভীরতর উপস্থিতি বোঝা যায়
প্রতিটি ক্ষুদ্র প্রাপ্তি ও বিস্তারে।
দুটিই চমৎকারভাবে ভারসাম্যপূর্ণ ও সমন্বিত
ঠিক পাখির ডানার মত।
********
মৃত্যু তোমার মুখ বন্ধ করার আগে
সারাদিন ও সারা রাত নিঃশ্বাসের চুমুক নাও।
*********
এক খণ্ড কাঠের সন্ধানে বের হই। এটি বীণায় পরিনত হয়।
আমি কিছু তুচ্ছ কাজ করি। দেখা যায় এটি কল্যাণকর।
***********
ভাল বন্ধুর মত দুঃখ নিয়ে হাঁটো,
সে কি বলে তা শোন।
অনেক সময় একটি শীতল অন্ধকার গুহাই
আমাদের অধিকাংশের কাঙ্ক্ষিত পথ খুলে দেয়।
**********
আমাদের চিন্তায় ও মননে নাড়া দিয়ে যায় এই কবিতা গুলো
তাঁর কিছু কিছু অংশ দিলাম।
ধন্যবাদ অনুবাদকের প্রাপ্য
সৌজন্যেঃ
এ ইয়ার উইথ রুমি
কোলম্যান বার্কস
অনুবাদঃ আনোয়ার হোসেইন মঞ্জু
০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫০
শোভন শামস বলেছেন: সুন্দর প্রচেষ্টা, বাংলা কবিতা আরও সুন্দর ও প্রানবন্ত হবে
২| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: রুমি একজন গ্রেট ম্যান।
০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১১
শোভন শামস বলেছেন: একজন সার্বজনীন কবি, অপূর্ব তাঁর কবিতা গুলো, ধন্যবাদ, সাথে থাকবেন
৩| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার। আজকে বেশী কিছু শায়েরীর পোস্ট এলো।
০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১২
শোভন শামস বলেছেন: মাঝে মাঝে কবিতা এক নতুন আনন্দ নিয়ে আসে,
ধন্যবাদ, সাথে থাকবেন
৪| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৪
খায়রুল আহসান বলেছেন: রুমি'র কবিতা থেকে অনূদিত কবিতাংশগুলো ভাল লেগেছে। বিশেষ করে দ্বিতীয়টা বেশি ভাল লেগেছে।
অনুবাদকের পরিচয় সম্বন্ধে কিছু বলুন। ইনি কি একই নামের রাজনীতিক/প্রাক্তন 'ইত্তেফাক' সম্পাদক/প্রাক্তন মন্ত্রী?
০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৬
শোভন শামস বলেছেন: ইনি পত্রিকার সাথে যুক্ত ছিলেন, তবে একজন সফল অনুবাদক। খুসবন্ত সিং এর এ ট্রেন টু পাকিস্তান, দিল্লীর মত অনেক বই অনুবাদ করেছেন। প্রাঞ্জল ও চমৎকার সে সব অনুবাদ
৫| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১:০৬
সিগনেচার নসিব বলেছেন: চমৎকার পোস্ট।
০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৮
শোভন শামস বলেছেন: এ ইয়ার উইথ রুমি, কোলম্যান বার্কস
প্রতিদিন অন্তত একটা কবিতার সাথে থাকার জন্য,
ধন্যবাদ সাথে থাকবেন
৬| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩২
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শেয়ার !!!
অসাধারণ !
অনেক ধন্যবাদ
০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪১
শোভন শামস বলেছেন: প্রতিদিন অন্তত একটা কবিতার সাথে থাকার জন্য,
নিজের না হলেও ভাল লাগার অনুভূতি ভাগ করে নেয়া
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, সাথে থাকবেন
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link