নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

কবিতার আবহ - এ ইয়ার উইথ রুমি

০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৪



সূর্য উদিত হলে এর প্রমান নিয়ে বিতর্ক করা
আর সূর্যোদয়ের সময় অন্ধের লাঠি দেখা একই কথা।
********
তোমার গভীরতর উপস্থিতি বোঝা যায়
প্রতিটি ক্ষুদ্র প্রাপ্তি ও বিস্তারে।
দুটিই চমৎকারভাবে ভারসাম্যপূর্ণ ও সমন্বিত
ঠিক পাখির ডানার মত।
********
মৃত্যু তোমার মুখ বন্ধ করার আগে
সারাদিন ও সারা রাত নিঃশ্বাসের চুমুক নাও।
*********
এক খণ্ড কাঠের সন্ধানে বের হই। এটি বীণায় পরিনত হয়।
আমি কিছু তুচ্ছ কাজ করি। দেখা যায় এটি কল্যাণকর।
***********
ভাল বন্ধুর মত দুঃখ নিয়ে হাঁটো,
সে কি বলে তা শোন।
অনেক সময় একটি শীতল অন্ধকার গুহাই
আমাদের অধিকাংশের কাঙ্ক্ষিত পথ খুলে দেয়।
**********

আমাদের চিন্তায় ও মননে নাড়া দিয়ে যায় এই কবিতা গুলো
তাঁর কিছু কিছু অংশ দিলাম।
ধন্যবাদ অনুবাদকের প্রাপ্য

সৌজন্যেঃ
এ ইয়ার উইথ রুমি
কোলম্যান বার্কস
অনুবাদঃ আনোয়ার হোসেইন মঞ্জু

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫০

শোভন শামস বলেছেন: সুন্দর প্রচেষ্টা, বাংলা কবিতা আরও সুন্দর ও প্রানবন্ত হবে

২| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: রুমি একজন গ্রেট ম্যান।

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১১

শোভন শামস বলেছেন: একজন সার্বজনীন কবি, অপূর্ব তাঁর কবিতা গুলো, ধন্যবাদ, সাথে থাকবেন

৩| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার। আজকে বেশী কিছু শায়েরীর পোস্ট এলো।

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১২

শোভন শামস বলেছেন: মাঝে মাঝে কবিতা এক নতুন আনন্দ নিয়ে আসে,
ধন্যবাদ, সাথে থাকবেন

৪| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৪

খায়রুল আহসান বলেছেন: রুমি'র কবিতা থেকে অনূদিত কবিতাংশগুলো ভাল লেগেছে। বিশেষ করে দ্বিতীয়টা বেশি ভাল লেগেছে।
অনুবাদকের পরিচয় সম্বন্ধে কিছু বলুন। ইনি কি একই নামের রাজনীতিক/প্রাক্তন 'ইত্তেফাক' সম্পাদক/প্রাক্তন মন্ত্রী?

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৬

শোভন শামস বলেছেন: ইনি পত্রিকার সাথে যুক্ত ছিলেন, তবে একজন সফল অনুবাদক। খুসবন্ত সিং এর এ ট্রেন টু পাকিস্তান, দিল্লীর মত অনেক বই অনুবাদ করেছেন। প্রাঞ্জল ও চমৎকার সে সব অনুবাদ

৫| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১:০৬

সিগনেচার নসিব বলেছেন: চমৎকার পোস্ট।

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৮

শোভন শামস বলেছেন: এ ইয়ার উইথ রুমি, কোলম্যান বার্কস
প্রতিদিন অন্তত একটা কবিতার সাথে থাকার জন্য,
ধন্যবাদ সাথে থাকবেন

৬| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শেয়ার !!!
অসাধারণ !
অনেক ধন্যবাদ :)

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪১

শোভন শামস বলেছেন: প্রতিদিন অন্তত একটা কবিতার সাথে থাকার জন্য,
নিজের না হলেও ভাল লাগার অনুভূতি ভাগ করে নেয়া
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, সাথে থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.