নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

ধন্য ধন্য, সবার জন্য

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৭



সময় নাই, সময় নাই
সময় কিসের জন্য
এক জীবনই বাঁচার তরে
জীবন কর ধন্য।

অনেক বাড়ি তোমার আছে
একটা ঘরেই থাক
হন্যে হয়ে ছুটছ শুধু
বাঙ্কে টাকা রাখো।

অর্থ যদি বেশী থাকে
থাকে হারার ভয়
আরও আরও অর্থ যে চাই
করতে ভয়কে জয়।

এই দৌড়ে ক্লান্ত হয়ে
জীবন হবে শেষ
অর্থ তোমার রয়ে যাবে
ছিনিমিনির রেশ।

অনেক মানুষ ছিল এমন
ধন সম্পদ ভরা
যখন তারা চলে গেল
সম্পদ ছেড়ে ধরা।

আপন জন কি মনে রাখে
কোথায় তারা একা
তাঁদের মনে একটা কথা
আমার ভাগের টাকা।

কষ্ট বিহীন পাওয়া টাকায়
লাগাম ছাড়া সুখ
একটা সময় হারিয়ে যাবে
গ্রাস করবে দুখ।

তোমার টাকায় গরীব দুখির
সবার যে ভাগ আছে
মিটিয়ে দিয়ে সেসব বোঝা
রাখো তোমার কাছে।

তুমিও সুখী সবাই সুখী
দেশের ভাল হবে
একা যখন চলে যাবে
স্মৃতির মাঝে রবে।।

ছবি নেট থেকে

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:২৩

ওমেরা বলেছেন: অর্থের মোহে ছুটছি তো ছুটছি।
খুব সুন্দর কবিতা।

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:২৭

শোভন শামস বলেছেন: অর্জিত অর্থের বিনিময়ে মাঝে মাঝে নির্মল আনন্দ নেয়া দরকার,
ধন্যবাদ সাথে থাকবেন

২| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫০

শোভন শামস বলেছেন: ধন্যবাদ সাথে থাকবেন

৩| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩২

জুল ভার্ন বলেছেন: চমতকার!

০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৫

শোভন শামস বলেছেন: ধন্যবাদ সাথে থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.