নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

একটু সময় দাও

৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১:২৮



নীল আকাশ দেখার সময় দাও
একটা সোনালী সকাল
পেঁজা তুলোর মত মেঘ
ব্যস্ত জীবনের ফাঁকে
কিছুটা সময় নিয়ে
নিজের ভাললাগায় মেখে নাও।

ছুটে চলছে সেই জন্ম থেকে
সময়ের পাগলা ঘোড়া
থামবে পৃথিবী ছেড়ে গেলে
পৃথিবীতে যা আছে
তা দেখার সময় বের কর
ব্যস্ততাকে পাশে রেখে।

বাতাসের অক্সিজেন নিয়ে
পানি পান করে বেঁচে থাকা
কিহবে যদি এগুলো না থাকে না পাই
এসবের দাম তো কখনো দেইনি
যদি দাম দিতে হয়
সে ক্ষমতা কি আছে সব কিছু দিয়ে।

একটু সময় করে
চাঁদের আলো দেখ
রাতের তারা চেনো
জোছনায় ভিজিয়ে নাও এই মন
যে যেখানেই আছো, প্রাচুর্যে বা সংগ্রামে
সব নিয়ে বাঁচার তরে।

জীবন একটাই যা চলে যায়
এর মাঝে আনন্দ বেদনা
নিজস্ব সময় অনুভব
সব কিছু আলাদা আলাদা স্বাদে
আমাদের হৃদয়ের মাঝে
অনুভবে রাখো মন যে কি চায়।

বন্ধু পিতামাতা আপনজন
সবার কথা একটু ভেবো
একা আসা এই পৃথিবীতে
একা চলে যাওয়া
কিছু সময় তাঁদের দিও
তারও তো মাঝে মাঝে করবে স্মরণ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: দেরী হোক, যায়নি সময়।

৩০ শে মার্চ, ২০২১ দুপুর ২:৫৩

শোভন শামস বলেছেন: ধন্যবাদ সাথে থাকবেন

২| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫২

ওমেরা বলেছেন: জী সবারই হক আছে কিছুটা সময় পাওয়ার ।
সুন্দর হয়েছে কবিতা।

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪৫

শোভন শামস বলেছেন: ধন্যবাদ সাথে থাকবেন

৩| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: আমার একটা আফসোস আমি কবিতা লিখতে পারি না।

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪৬

শোভন শামস বলেছেন: একটু চেষ্টা করলেই পারবেন, ধন্যবাদ সাথে থাকবেন

৪| ৩০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: একটু সময় দেয়া বড্ড বেশী প্রয়োজন - - -

বাড়ীয় স্বপ্নে ছুটতে ছুটতে বাড়ীতো বানায়- থাকার জন্য সময়টুকু আর রয় না!
কিংবা সূখের আশায় বেশুমার ব্যস্ততায় সবই থাকে, থাকেনা শুধু সূখ অনুভবের সময়টুকু...

তাই সত্যি চোখ মেলে অনুভবের জন্য একটু সময় দেয়া বড্ড বেশী প্রয়োজন - - -

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪৭

শোভন শামস বলেছেন: এই ইঁদুর দৌড় আমাদেরকে একটু দাঁড়ানোর সুযোগ দেয় না, ধন্যবাদ সাথে থাকবেন

৫| ৩১ শে মার্চ, ২০২১ রাত ১২:৪৬

সিগনেচার নসিব বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। পাঠে সন্তুষ্ট।

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪৮

শোভন শামস বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল, ধন্যবাদ সাথে থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.