নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

কুয়েত

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৮




ছোট্ট কুয়েত দেশ, তেলের উপর ভাসছে
শ্রমিকেরা সেই দেশে কাজ নিয়ে আসছে।
মানুষ অনেক কম, অর্থ রাশি রাশি
প্রাচুর্য চারিদিকে আছে, সুখ হাসি হাসি।
কুয়েতের ধূলিঝড়, চারিদিকে বালু হায়
ঘর থেকে বের হওয়া, হঠাৎ থমকে যায়।
মরুময় দেশটা তপ্ত বালুকাময়
রাত হলে ঠাণ্ডা, শীতল বাতাস বয়।
সাগর তীরে বিকেল বেলা, সকলে জড় হয়।
খবুজ দাজাজ খেয়ে, মাতোয়ারা হয়ে রয়।
নামী দামী সব কিছু পাবে এই শহরে
উটের কাফেলা আছে বেদুইন বহরে।
মরুময় পরিবেশ, বেদুইন সব আছে
আধুনিকতার সাথে, রয়েছে এক পাশে।
ইরাকের সাথে হল সংঘাত একবার
আমেরিকা ছিল পাশে তাঁদের হলোনা হার।
আলোতে আলোকিত কুয়েত এখন যাও
নতুন করে দেখো, প্রাচুর্যের স্বাদ নাও।


মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১১

খায়রুল আহসান বলেছেন: বাহ, কবিতায় খুব সুন্দর করে দেশটির পরিচয় তুলে ধরেছেন। আপনি কতদিন ধরে আছেন সেখানে?
কবিতায় ভাল লাগা + +।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৪

শোভন শামস বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ, সাথে থাকবেন +++
ভ্রমন কবিতা, কিছুদিন ছিলাম ছোট্ট এই দেশে

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪১

কলিমুদ্দি দফাদার বলেছেন: সুন্দর কবিতা ,কিন্তু আরবরা অনেক বর্বর একটা জাতী।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৩

শোভন শামস বলেছেন: ঠিক বলেছেন, অনেকেই, সাথে থাকবেন, ধন্যবাদ

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :D

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৩

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৫

আলমগীর সরকার লিটন বলেছেন: কুয়েত সম্পর্কে সুন্দর বলেছেন কবি দা

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৪

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ +++

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: অতি মনোরম। দারুন।

এরপর বাংলাদেশের নদী গুলো নিয়ে লিখবেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৩

শোভন শামস বলেছেন: কিছু গ্রাম নিয়ে লিখেছিলাম
সাথে থাকবেন ++++

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৩

জগতারন বলেছেন:

ছিলাম আমি কিছু দিন কুয়েত
আমার থাকার সময়গুলো যুক্ত রাষ্ট্র আর্মিদের দূর্ঘের মধ্যেই ছিল।
কুয়েত সিটি অল্পই দেখেছি, তার মধ্যে যতটুক দেখেছিলাম তা এখনো আমার মনে হয় বেশিই দেখা হয়েগেছে।
কবি এখানে যে ভাবে দেশটি বর্ননা করেছেন তার সাথে আমিও
সহমত পোষোন করি। সেই সাথে সে দেশের কিছু নেতিবাচক দিক ছিল
তা ও উল্লেখ করা যেতে পারে।
যেমন দেশটিতে অসাধারণ গড়ম, প্রচন্ড ধুলি ঝড়, সর্বত ধুলা আর ধুলা, পানির দাম তেলের চেয়ে বেশী, রাশিয়ার অসাধারন সুন্দরী পতিতাদের অভারণ্য ইত্যাদী।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

শোভন শামস বলেছেন: আপনার পর্যবেক্ষণ সঠিক।
বৈরি আবহাওয়া।
সাথে থাকবেন, ধন্যবাদ

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: দারুন! ছড়ায় দেশ পরিচিতি।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

শোভন শামস বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.