নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যখন কোন নতুন দেশ দেখি
তখন মহান আল্লাহতালার প্রশংসায় সুবহানআল্লাহ বলি,
সেই দেশগুলোতে বহু মানুষ হয়ত আল্লাহর প্রশংসা করে
তবুও আমি নবাগত সেই প্রসংসার সাথে
আনমনে নিজেরটা জুড়ে রাখি।
আমার হৃদয় প্রশান্ত হয়, দুচোখ শীতল হয়
আরেকটা নতুন দেশ দেখার অভিলাষে
আবার ও আমি পথপানে চেয়ে থাকি।
এভাবেই সময়ের চাকা এগিয়ে চলে
দেশ থেকে দেশে বেড়ানোর সুযোগ সবসময় আসে না
এই একবিংশ শতাব্দীতেও সবার জন্য
তা সহজলভ্য নয়।
অজস্র মানুষ এই যুগে বিশ্ব পরিক্রমা করে
অর্থের, মোহের, ক্ষমতার দুর্নিবার আকর্ষণে,
বিশুদ্ধ ভ্রমন মানসে হয়ত আছে অনেকে
তেমনি আমার মতও অনেকের ইচ্ছে হয়।
যখন সুযোগ পাই আমি তাই ভ্রমন করি
পৃথিবীর নানা দেশে,
দুচোখের তৃপ্তি নিয়ে দেখা সব দৃশ্যাবলী
দুর্বল কলমের আঁচড়ে লিখে জানাই সবশেষে।
সেখানে হয়ত সাবলীল ভাষার গাঁথুনি নেই
নেই অতি মনোরম পরিবেশনা,
তবে সেখানে আছে নিখাদ আন্তরিকতার ছোঁয়া
প্রবাসের কথা, সাথে পথে দেখা কত প্রিয়জনা।।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৪
শোভন শামস বলেছেন: অকথিত কথামালা, অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: আবার এলাম। আরেকবার পড়লাম।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৯
শোভন শামস বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।