নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

আমস্টারডাম শহরে

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৪



হাজার পর্যটকের পদচারনায় প্রানবন্ত
বিমূর্ত আমস্টারডাম শহর,
মায়াবী ক্যানেল গুলোর জালে জড়ানো
নয়াভিরাম রুপ দেখে কেটে যায় কত প্রহর।
ভ্যান গগ , আনা ফ্রাঙ্ক আরও কত বিখ্যাত মানুষের
এই নগরে আবাস ছিল,
শিল্প, চিত্রকলা, প্রকৃতির অপূর্ব সুষমা
এই নগরীকে রূপের ডালিতে সাজিয়ে দিল।
১৭ শ শতকের ডাচদের সোনালী সময়ে
এই বন্দর গড়ে উঠে,
বহু বছর পরেও নিরন্তর কর্মযজ্ঞে
এখনও মানুষ সেখানে ছুটে।
ক্যানেলের পানিতে দেখা নীল আকাশের প্রতিচ্ছবি
রঙিন নৌকায় বেড়ানোর সুখের রেশে কেউ হয় নীরব কবি।
নীল আকাশ, পেঁজা তুলোর মত মেঘ দেখে
উত্তরের হাওয়ায় অবগাহন শেষে,
সারা বিশ্ব থেকে আগত পর্যটকের মেলা
এই শহরে এসে মেশে।
হল্যান্ডের বিখ্যাত রঙ বেরং এর মনমাতানো
চোখ জুড়ানো টিউলিপের বিশাল মাঠে,
মুগ্ধতায় অপূর্ব শিহরণে পর্যটকের দল ঘুরে বেড়ায়
দেশের প্রত্যন্ত অঞ্চলের পথে ঘাটে।
সাড়া বিশ্ব থেকে তারা আসে
আনন্দময় এই শহরে, শত ব্যস্ততার ফাঁকে,
ফিরে যাবার কালে তাঁদের পদচিহ্ন রেখে যায়
শহর বন্দরে প্রান্তরের আঁকে বাঁকে।
বাস্তবতার আবহের পাশাপাশি আবেগ ও মোহ নিয়ে
নিরন্তন ব্যস্ততাকে দিয়ে ফাঁকি,
বহুদুর থেকে কবিতায় এই অজানা শহরের
মুগ্ধতার ছবি আঁকি।।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:২৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৪

শোভন শামস বলেছেন: আপনার প্রিয় শহর নিয়ে লিখার চেষ্টা করেছি। সাথে থাকবেন, ধন্যবাদ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:২৬

রাজীব নুর বলেছেন: সাইকেল আর বারবনিতাদের কথা তো আসলো না কবিতায়!!

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৬

শোভন শামস বলেছেন: একটা শহরের আলোকিত দিকের কিছু অংশ নিয়ে এই প্রয়াস, বিশাল ক্যানভাসে দেখার মত অভিজ্ঞতা কই?
অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৬

শায়মা বলেছেন: যেন জলরঙ্গে আঁকা ছবি.......

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

শোভন শামস বলেছেন: শহরটা এবং দেশটা সুন্দর করে সাজিয়ে রাখা, অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: আরেকবার পড়লাম। মুগ্ধ হলাম।

আমি অত্যন্ত আনন্দিত আপনি আমার কথা রেখেছেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৭

শোভন শামস বলেছেন: আপনার উৎসাহ এবং অনুপ্রেরণার ধারা চালিয়ে যান, সাত বছর আগে আমি যখন প্রথম লিখি তখন ও আমি ও প্রবীণ ব্লগারের অনুপ্রেরণা পেয়েছি।
সাথে থাকবেন, ধন্যবাদ।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালই হয়েছে দূর দেশের শহরের বর্ণনা।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৪

শোভন শামস বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ। সাথে থাকবেন

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৩৮

রুদ্র আতিক বলেছেন: কলা বেচা ও রথ দেখা ! ভ্রমনের স্বাদ পেলাম, সাথে কাব্য ! চমৎকার

২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১১

শোভন শামস বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ। সাথে থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.