নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিরামিড নীল নদ মিসরের গল্প
শুনে নাই এই কথা সংখ্যাটা অল্প।
ফেরাউনের কথা মুখে মুখে শোনা হয়
মুসা (আঃ) নবীর কথা কিতাবে লিখা রয়।
মা তাঁকে ভাসিয়েছিল নীল নদে একবার
কান্নায় ভেসেছিল মা তাঁর বহুবার।
ফেরাউনের গৃহে সে বেড়ে উঠে ছিল
শত্রুকে ভুল করে সে বাঁচতে দিল।
ফেরাউন নেই তবু পিরামিড আছে
কায়রোর কাছে গাজা, নীল নদ পাশে।
কায়রো শহর বড় কোলাহলে ভরপুর
নীল নদ শান্ত, স্রোত নেই নেই সুর।
মিসরের প্রান হল নীলের জলরাশি
সবুজ শ্যামলিমা দুপাশেই রাশি রাশি।
প্যাপিরাস স্ফিংস সবই আছে এখানে
দল বেধে পর্যটক দেখতে যায় সেখানে।
বহু যুগ পার হয়ে মিসর আছে ভাল
সভ্যতা, কৃষ্টি ধরে রাখো, জ্বালো আলো।।
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৯
শোভন শামস বলেছেন: নীল আকাশের প্রতিবিম্ব পড়ে নীল, মরুর আকাশ পরিস্কার থাকলে নীল দেখায়। নাইল রিভার কে আমরা নীল নদ বলি। মিসরে বেড়াতে গেলে ভালই লাগবে আশা করি। সাথে থাকবেন, ধন্যবাদ।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০
শোভন শামস বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ+++, সাথে থাকবেন
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো কবিতা। ঐ সময় মনে হয় সুদানও মিশরের ভিতরে ছিল। কারণ সুদানেও কিছু পিরামিড আছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৩
শোভন শামস বলেছেন: ব্রিটিশদের শাসনামলে কিছুকাল একসাথে ছিল।
হোয়াইট নাইলের উৎস উগান্ডা আর ব্লু নাইলের উৎস ইথিওপিয়াতে। সুদানে এই দুটি নদী এক হয়ে মিসরের উপর দিয়ে ভূমধ্য সাগরে পড়েছে। সাথে থাকবেন, ধন্যবাদ।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: মিশর যাওয়ার ইচ্ছা আছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
শোভন শামস বলেছেন: মিসরে বেড়াতে গেলে ভালই লাগবে আশা করি। সাথে থাকবেন, ধন্যবাদ।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২২
আমি সাজিদ বলেছেন: শোভন ভাই আপনি তো নানা দেশ ঘুরেছেন। কোন জায়গাটায় বা দেশটায় আপনি বারবার যেতে চাইবেন? দেশের টান কেমনে সামলে রাখেন? আপনি কি আগন্তুকের মনোমোহন?
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
শোভন শামস বলেছেন: আমার কাছে তুরস্ক বেড়াতে বেশী ভাল লেগেছে। কুরদিস্থানে ও বেশ ভাল ছিলাম। তুরস্ক বার বার যেতে চাই, ভাল লাগে সেদেশের আবহাওয়া আর মানুষের আচরন।ইন্দোনেশিয়া ও ঘুরে দেখতে ইচ্ছে করে, প্রায় ১৮০০০ দ্বীপের দেশ। ১০ ১২ তা দেখতে পেলে মন্দ না। খরচ সহনীয়, ভিসা জটিলতা এখন ও কম। দেশের কথা মনে হয় তাইতো আমার দেশ। সাথে থাকবেন, ধন্যবাদ।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩০
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতায় প্লাস।
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
শোভন শামস বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ+++, সাথে থাকবেন
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মিসরে বেড়াতে গেলে ভালই লাগবে আশা করি। সাথে থাকবেন, ধন্যবাদ।
একা থাকলে কবেই চলে যেতাম। বিয়ে করে বিপাকে পড়েছি। বৌ কোথাও একা যেতে দিবে না।
১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৪
শোভন শামস বলেছেন: দুজনে গেলেই বেশী মজা, আনন্দ শেয়ার করে নেয়া যায়।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৬
কবিতা পড়ার প্রহর বলেছেন: নীলনদের পানি কি সত্যিই এত নীল?
দেখতে ইচ্ছা জাগে।