নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লি কুয়ান ইউ র সিংগাপুর – এশিয়ার একটা ছোট দেশ,
কিছুই ছিলনা তাঁদের, ছিল অভাব শিক্ষা, চাকুরির, শান্তির আর ছিল ক্লেশ।
বিছিন্ন করা হয়েছিল মালয়েশিয়া থেকে
বহু আগে স্বাধীনতার পর এসে,
কে রাখবে এই সমস্যা নিয়ে
কে টেনে নিয়ে যাবে এই দেশকে ভালবেসে।
নিজের পায়ে দাড়াতে হবে কঠিন প্রত্যয় নিয়ে,
যা আছে তাঁদের সেসব সামর্থ্য দিয়ে।
এগিয়ে চলেছে সিঙ্গাপুর সাহসী নেতার জোরে
অনেক ত্যাগ চেষ্টা সাধনার পরে।
আজ তারা সম্মানিত পৃথিবীর বুকে,
সিঙ্গাপুরের মানুষ এখন জীবন কাটায় পরম সুখে।
এশিয়ার উন্নত দেশ আজ সিঙ্গাপুরে সবাই মানে,
অতীতের দুঃসময়ের ইতিহাস এখন ক’জনইবা জানে।
সদিচ্ছা আর সাহস নিয়ে, মানুষ অসাধ্য সাধন করতে পারে,
নেতার দূরদৃষ্টির আলোকে, অসাধ্য সাধন করে ছাড়ে।
সিঙ্গাপুরে এখন আজস্র পর্যটক আসে,
চিকিৎসা করতে এসে ফিরে যায় হেসে।
বেড়াতে গেলেও আনন্দে কাটে দিন,
ছোট্ট সিঙ্গাপুরের এখন সুনাম আর সুদিন।।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৭
শোভন শামস বলেছেন: ধন্যবাদ , অনুপ্রেরণার জন্য, সাথে থাকবেন +++
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৪
সাগর শরীফ বলেছেন: কয়েক লাইনে কি সুন্দরভাবে সিঙ্গাপুরকে তুলে ধরেছেন স্যার! ভাল লাগল ++++
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৪
শোভন শামস বলেছেন: ধন্যবাদ , অনুপ্রেরণার জন্য, সাথে থাকবেন +++
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৩
শাহ আজিজ বলেছেন: হুম, ওরা বেশি উপ্রে উইঠা গেছে । টাইনা নামান যায় না ??
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৫
শোভন শামস বলেছেন: থাক কি দরকার, আমরা উঠার চেষ্টা করি, তাহলে সমানে সমান।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২০
নেওয়াজ আলি বলেছেন: বাহ
ভালো লাগলো।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৫
শোভন শামস বলেছেন: ধন্যবাদ , সাথে থাকবেন +++
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
পদ্যের এমন দুরাবস্হা!
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৬
শোভন শামস বলেছেন: হুম, কি করা?
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৩
নেয়ামুল নাহিদ বলেছেন: আহা, সিঙ্গাপু! ভাল লেগেছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৮
শোভন শামস বলেছেন: সিঙ্গাপুর সুন্দর এবং সাজানো দেশ, ভাল লাগবে বেড়ানোর সুযোগ পেলে। ধন্যবাদ
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।
১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৭
শোভন শামস বলেছেন: ধন্যবাদ , অনুপ্রেরণার জন্য, সাথে থাকবেন +++
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩২
সাহাদাত উদরাজী বলেছেন: বাংলাদেশ শুধু হেরে যাচ্ছে একজন সুশাসকের অভাবেই!
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৭
শোভন শামস বলেছেন: ধন্যবাদ , সাথে থাকবেন
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: আপনাকে অনুরোধ করেছিলাম আমস্টারডাম নিয়ে লিখতে।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩০
শোভন শামস বলেছেন: আমস্টারডাম আমি যাইনি, তাই একটু জানতে চেষ্টা করছি টিউলিপের দেশটাকে
আপনার অনুরোধ অবশ্যই রাখব ধন্যবাদ , সাথে থাকবেন
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা সিঙ্গাপুর, খুব সুন্দর হয়েছে কাব্য