নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আজ রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা লিখছি
দেশ থেকে, নিজ বাসভূমি থেকে বিতাড়িত মানবতার কথা লিখছি
অনেক দশক ধরে তাঁদের উপর চলমান নির্যাতন
বারবার ভিটে মাটি থেকে উচ্ছেদ, অত্যাচার, অবিচার আর
নাগরিক অধিকার থেকে বঞ্চনার কথা লিখছি।
আরাকানে তাঁদের বসবাস ছিল যুগে যুগে
আলাওল, মাগন ঠাকুর আরও কত বিখ্যাত মনীষী
আরাকানের রাজ্য সভা আলোকিত ছিল তাঁদের উপস্থিতিতে।
আরাকান স্বাধীন ছিল বহুকাল
বর্মী রাজার আক্রমনে পর্যুদস্ত, পরাজিত আর
সবশেষে আরাকান প্রায় জনশূন্য ছিল বহুকাল,
আমি সেসব ইতিহাসের কথা বলছি।
আরাকানে রোহিঙ্গাদের উপস্থিতি ছিল যুগে যুগে
আরাকানিদের সাথে ছিল তারা সহবস্থানে,
সেকথা মিথ্যা নয়, ইতিহাস বারবার জানিয়ে যায়
আমি সেই সুবর্ণ সময়ের কথা বলছি।
ব্রিটিশরা প্রথমে আরাকান দখল করে,
পরে পুরো বার্মাই তাঁদের দখলে আসে,
তারপর আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমি সেই সময়ের কথা বলছি।
রোহিঙ্গারা ব্রিটিশদের পক্ষ নিয়ে জাপানিদের সাথে যুদ্ধ করেছে
তারা ক্রোধ জাগিয়ে ছিল আরাকানি ও জাপানীদের মনে
আমি সেসব কথা বলছি।
ব্রিটিশরা কথা রাখেনি, রোহিঙ্গাদের স্বাধীনতার কথা তারা মনে রাখেনি
বর্মীরা ও তাঁদের অত্যাচার বন্ধ রাখেনি
সেই থেকে নির্যাতন থেমে থেমে চলছিল
সেই থেকে শুরু, তারপর তা চলছিল মাঝে মাঝে
আমি সেই চলে আসা অন্ধকার সময়ের কথা বলছি।
স্বাধীনতার কিছু পর আসে নে উইনের শাসন
সে সময় রোহিঙ্গাদের সংসদ সদস্য পদ কেড়ে নেয়া হয়
বঞ্চিত, পদচ্যুত করা হয় সরকারী পদ থেকে
তাদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দিতে অস্বীকার করা হয়।
আমি সেই তিক্ত সময়ের কথা লিখছি।
তারপর সেই আশির দশক থেকে নানা ছলনায়
একের পর এক তাঁদের উপর আক্রমন আসে
নিঃস্ব হতে হতে তারা পরিনত হয় প্রান্তিক জনগোষ্ঠীতে
নাগরিকত্ব ছিনিয়ে নেয়া হয়, ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়
১৯৮৮, ১৯৯২, ১৯৯৬, ২০১২,২০১৬ সালে
চলতে থাকে রোহিঙ্গাদের জীবনের কালো অধ্যায়,
এসব ছাপিয়ে ২০১৭ সালের ২৫ আগস্টের কালোরাত
লক্ষ লক্ষ রোহিঙ্গা প্রানভয়ে বাংলাদেশে আশ্রয় নেয়
আমরা সেসব কথা সবাই জানি।
মানবতার জননী, শেখ হাসিনা তাঁদের আশ্রয় দেন বাংলার মাটিতে
পরম ভালবাসায়, মানবিকতায়
সেই থেকে অদ্যাবধি তারা বাংলাদেশে, তিন বছর পার হয়ে গেল
তবু ও তারা ফিরে যেতে পারেনি তাঁদের নিজ বাসভূমে
আমি সেই নিপীড়ন আর নির্যাতনের কথা বলার চেষ্টা করছি আর লেখনী দিয়ে লিখছি।
মানবতা, মানবিকতা আজ কোথায়
রোহিঙ্গাদের ডাকে সাড়া দিয়ে, তাঁদের বাসভূমে ফেরার নিশ্চয়তা নিয়ে
তুমি আসো, তুমি এগিয়ে আসো, হে বিশ্ব বিবেক।।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৯
শোভন শামস বলেছেন: প্রথম ও একমাত্র মন্তব্যের জন্য ধন্যবাদ।
বাংলাদেশ একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।
এই রোহিঙ্গা সমস্যার কথা নিয়মিত আমাদেরকে জানিয়ে যেতে হবে।
প্রত্যাবাসন এবং ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হলেই একমাত্র তা সম্ভব।
সাথে থাকবেন, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩১
রাজীব নুর বলেছেন: রোহিংগাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা নোবেল পেলো না। এখন মরার উপর খাড়ার ঘা!!