নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেট্রো রেলে চড়ে বস, পর্যটকের বেশে,
সাত দিনের টিকেট কিনে, ঘুরে বেড়াও হেসে।
তিন দিনেরও টিকেট আছে, অল্প কদিন হলে
সেই টিকেটেও ঘোরা যাবে, মেট্রো রেলে গেলে।
নটিং হিল গেট এলাকায়, বাংলাদেশ সেন্টার আছে
দেখবে অনেক বাংলাদেশী থাকে আসে পাশে।
বাংলা খাবার বাংলা কথা, শুনতে যদি চাও
মেট্রো রেলে চড়ে বস, ইস্ট লন্ডনে যাও।
টেমস নদীর নিচের বানানো সুরঙ্গ পথে যাবে
এই লাইনে গেলে তুমি ইস্ট লন্ডন পাবে।
ভিক্টোরিয়া চেরিং ক্রস, স্টেশান গুলো বড়
এগুলো থেকে সারা লন্ডনে ছড়িয়ে তুমি পড়।
এক দুই তিন এমন করে ছয় সার্কেল আছে
সারা লন্ডন মেট্রো রেলে, ঘিরে রেখেছে পাশে।
ডাউনিং ষ্ট্রীট, হাইড পার্ক, বাকিংহাম প্রাসাদ দেখ
বিলেত দেখার সাথে সাথে, অনেক কিছু শেখ।
টেমস নদীতে ভ্রমন কর লাগবে ভাল বেশ
আশেপাশের দৃশ্য দেখে ভ্রম্ন কর শেষ।
ব্রিটিশ রাজের রাজ্যে সূর্য, অস্ত যেত না
অনেক সময় এখন সেথায়, সূর্য মেলে না।
উত্তরের ঠাণ্ডা হাওয়া, মেঘলা আকাশ জুড়ে
স্যাঁতসেঁতে আবহাওয়াতে আলো থাকে সরে।
তবুও বিলেত দেখে এসো সুযোগ যদি পাও
ব্রিটিশ রাজের দেশটা দেখে জ্ঞান বাড়িয়ে নাও।।
২৪ শে আগস্ট, ২০২০ সকাল ৯:০৭
শোভন শামস বলেছেন: কিছুটা জানা যায়, সাথে থাকবেন, ধন্যবাদ
২| ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
ভালো থাকুন
২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩১
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ
৩| ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২০
জুন বলেছেন: এক নজরে লন্ডন দেখা হলো শোভন শামস ।
সুন্দর সহজবোধ্য কবিতায় ভালোলাগা রইলো অনেক
+
২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৩
শোভন শামস বলেছেন: কিছু কথায় লন্ডন ভ্রমনের স্বাদ, সাথে থাকবেন, ধন্যবাদ
৪| ২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৮
নেওয়াজ আলি বলেছেন: বিনা পয়সায় সামুর কারণে লন্ডন ঘুরতে পারলাম
২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৪
শোভন শামস বলেছেন: ভাল লাগল আপনার আনন্দে, সাথে থাকবেন, ধন্যবাদ
৫| ২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: চমৎকার লিখেছেন। ভাষা সুন্দর।
আমস্টারডাম নিয়ে পারলে একটা কবিতা লিখেবন প্লীজ। আমার প্রিয় শহর।
২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৭
শোভন শামস বলেছেন: আমার ভাল লেগেছে ইস্তাম্বুল ও ইরাকী কুরদিস্থানের সোলেমানিয়া শহর। পরিবেশ এবং মানুষের আন্তরিকতা আমাকে বেশী আকর্ষণ করে।
আপনার প্রিয় শহর নিয়ে একটা কবিতা লিখে ফেলার চেষ্টা করব, সাথে থাকবেন।
হল্যান্ডে যাওয়া হয়নি, তবে না গিয়ে ও কবিতা লিখা যায়। অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।
৬| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১:৫৩
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: বেশ মজাদার করে লিখেছেন।
২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৯
শোভন শামস বলেছেন: ভাল লাগল আপনার আনন্দে, সাথে থাকবেন, ধন্যবাদ
৭| ২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন কবিতা কই ভাইয়া?
২৭ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৪
শোভন শামস বলেছেন: সামনেই আসছে, আন্তরিক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৪৮
নেয়ামুল নাহিদ বলেছেন: শুধু লন্ডন নয়, পুরো ইংল্যান্ড সম্পর্কে যেন জানা হলো। ধন্যবাদ, ভালো লেগেছে।