নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিহাসের পথ ধরে, এশিয়া ইউরোপের সংযোগ স্থলে
ইস্তাম্বুল এক মহান শহর, বীর দর্পে এগিয়ে চলছে,
বসফরাস প্রণালী, মারমারা সাগর, কৃষ্ণ সাগরের জলপথে, অতন্দ্র প্রহরী
যুগ থেকে যুগে হাজার স্মৃতির কথা বলছে।
অটোমান রাজত্ব, ব্লু মস্ক, আয়া সোফিয়া, দোলমা বাচি প্রাসাদ
বসফরাসে নৌ বিহার - সন আনন্দের মাঝে,
ইস্তাম্বুল প্রানবন্ত, জনসমাবেশে, ফেরী পারাপারে
গ্র্যান্ড বাজারে শহরের রাজপথে, সকাল সাঁঝে।
আছে কত স্মৃতি, কত শাসকের কত শাসন কালের সমাহার,
অটো মান, বাইজেন্টাইন আরও আগে যারা এসেছিল এই ভুমিতে
অটুট রয়ে গেছে কত স্থাপনার অলঙ্করণের বাহার।
ইস্তাম্বুল ইতিহাসের পথ ধরে এগিয়ে চলছে
যুগ থেকে যুগে স্মৃতির স্মরণে কত কি বলছে।
এপারে এশিয়া ওপারে ইউরোপের মিলন হলো
বেড়াতে চাইলে সবই যে দেখবে এগিয়ে চল।।
১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৩
শোভন শামস বলেছেন: ধন্যবাদ আপনার অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য। সাথে থাকবেন।
২| ১১ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৫৩
সাহাদাত উদরাজী বলেছেন: ভ্রমন কাহিনী মনে করে প্রবেশ করেছিলাম। যাই হোক, ব্যাপার না, আনন্দ পেয়েছি।
১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৪
শোভন শামস বলেছেন: ভ্রমন কাহিনীর আদলে ভ্রমন কবিতা লিখার অল্প চেষ্টা, সাথে থাকবেন, ধন্যবাদ।
৩| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন
কাব্যে ইতিহাস, ঐতিহ্য, ভ্রমন একসাথে
+++
১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫০
শোভন শামস বলেছেন: ধন্যবাদ আপনার অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য। ভ্রমন কাহিনীর আদলে ভ্রমন কবিতা লিখার অল্প চেষ্টা, সাথে থাকবেন।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১:১৮
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।