নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিংগাপুর থেকে মালয়েশিয়া মালাক্কা প্রণালী মাঝে
নতুন দেশ দেখার ইচ্ছেটা বুকে বাজে।
বাসে কিংবা ট্রেনে করে চল যাই
মালয়েশিয়ার পথে রওয়ানা হওয়া চাই।
জহুর বারু থেকে রাস্তাটা সোজা চলছে
কে এল গিয়ে সেটা রাজধানীতে মিলছে।
ব্যস্ত কে এল ছেড়ে গাড়িতে চল যাই
লংকাউইর পথে সাগরের পানে চাই।
দেশটার বুক চিরে প্রশস্ত রাস্তা
মাঝে মাঝে বিশ্রাম, খেয়ে নাও নাস্তা।
পথে পথে পার হবে প্রদেশ তিন চার
দেখতে দেখতে চল দেশটাকে এই বার।
দুপাশে পাম বীথি সাজানো বাগান গুলো
মাঝে মাঝে উঁকি দেয় দুরের শহর গুলো।
কুয়ালা কেদাহ এসে ফেরি দিয়ে হও পার
আন্দামান সাগরে ভেসে চল এই বার।
সাগর পেরিয়ে লংকাউই দ্বীপে যাও
আনন্দ হাসিতে কদিন বেড়িয়ে নাও।
নয়াভিরাম পেনাং শহর দেখতে যদি চাও
ফিরতি পথে ফেরী দিয়ে সেখানে চলে যাও।
ব্রিটিশ ভিলাগুলো সেখানে এখনও আছে
শীতের নিবাসগুলো সাজানো আশেপাশে।
সবমিলে মালয়েশিয়া বেশ ভাল লাগবে
এই ভ্রমনে সবাই খুব ভাল থাকবে।।
০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২৩
শোভন শামস বলেছেন: আপনার আশা জাগিয়ে রাখুন, ধন্যবাদ, সাথে থাকবেন।
২| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৮
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২২
শোভন শামস বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, সাথে থাকবেন।
৩| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২২
শোভন শামস বলেছেন: ধন্যবাদ, সাথে থাকবেন।
৪| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনিও সাথে থাকবেন, সবার পোস্ট পড়বেন মন্তব্য করবেন আশা করি
০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৪
শোভন শামস বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। মন্তব্যের বিষয়ে একটু পিছিয়ে আছি, সামনে চেষ্টা থাকবে।
৫| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৩
নাসরীন খান বলেছেন: মৎকার বর্ণনা,আমারো দেখতে ইচ্ছে হচ্ছে।
০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:১০
শোভন শামস বলেছেন: ধন্যবাদ, সাথে থাকবেন।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৭
আমি সাজিদ বলেছেন: চমৎকার, আরও অনেক ছবি চাই ব্লগার। আপনার ভ্রমন দেখে আমারও ইচ্ছে করে পৃথিবী দেখি।