নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিংকা নুয়ের মারামারি জমে গেল বেশ
সাউথ সুদান নতুন দেশে শান্তি হল শেষ।
নুয়ের নেতা জানিয়ে দিল ক্ষমতা আমার চাই
ডিংকা নেতা বলেই দিল ভাগা ভাগি নাই।
দুই দলের যুদ্ধ চলে সারা দেশ জুড়ে
দেশের মানুষ বাড়ি ছেড়ে শিবিরগুলোয় ঘুরে।
জুবা শহর রাজধানী, উদ্বাস্তুতে ভরা
বাড়ি ঘর ছেড়ে এখন ক্যাম্পে জীবন গড়া।
মালাকালে নদীপথে মালামাল যায়
যুদ্ধ কালে খাবার দাবার অভাব পিছু ধায়।
বোর প্রদেশের মাটির নীচে তেলের খনি ভাসে
গরিব দুখী, অভাব তাঁদের, পরিহাসে হাসে।
নদী আছে, পানি আছে, আছে সতেজ মাটি
সাউথ সুদান হতে পারে, সোনার দেশ খাঁটি।
এখানেও কিছু মানুষ লোভে লাভে ছোটে
তাঁদের পায়ে প্রাচুর্য আর আরাম আয়েশ লুটে।
বাকি মানুষ অভাব তাঁদের দূর করবে কারা
দিনের শেষে খাবে কি আজ তাতেই দিশেহারা।
স্বাধীনতা পেল তারা করতে অভাব দূর
এতদিন পরেও বাজে আগের পুরান সুর।
সকল মানুষ এক হয়ে গরতে হবে দেশ
নেতাদের ভাবতে হবে, দুর্নীতি করে শেষ।
সাউথ সুদান এগিয়ে যাবে আমরা সবাই চাই
বিশ্ব বিবেক জেগে উঠুক, জানান দিয়ে যাই।।
২৬ শে জুলাই, ২০২০ সকাল ১০:১৩
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ
২| ২৬ শে জুলাই, ২০২০ রাত ২:০৭
নেওয়াজ আলি বলেছেন: দুর্দান্ত উপস্থাপন ।
২৬ শে জুলাই, ২০২০ সকাল ১০:১৩
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৩
রাজীব নুর বলেছেন: কবিতায় সুন্দর আহবান করেছেন। আহবান সত্য হোক।