নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

কাম্পালা থেকে কিগালির পথে - রুয়ান্ডাতে

১৯ শে জুলাই, ২০২০ রাত ১১:১৫



উগান্ডা থেকে বাসে করে কিগালির পথে
বেড়াতে যাব রুয়ান্ডাতে সঙ্গী সাথী সাথে।
আরামদায়ক বাস ভ্রমন সময় লাগে বেশ
হাতে যদি সময় থাকে ঘুরে দেখো দেশ।
কাম্পালা থেকে কাতুনা বর্ডার নয় ঘণ্টার মত
পথের পাশের দৃশ্য দেখে সময় কাটাও যত।
চলার পথের দৃশ্য গুলো অতীব মনোরম
অভিজ্ঞতার ঝুলি ভরাও কমবে পথ শ্রম।
সীমান্ত পাড়ি দিয়ে রুয়ান্ডায় গেলে
পাহাড়ি পথ পাওয়া যাবে গাতুনা পেছনে ফেলে।
সন্ধ্যা বেলায় পৌঁছে যাবে কিগালির বুকে
ট্যাক্সি নিয়ে চল হোটেলে থাকবে মহা সুখে।
পাহাড়ি পথ উঁচু নিচু, উন্নত জনপদ
রুয়ান্ডাতে লাগবে ভাল শহর নিরাপদ।
এক সময়ে ছিল এদেশ বিভীষিকায় ভরা
সেসব ভুলে ব্যস্ত তারা চলছে দেশ গড়া।
আলো হাওয়া এই দেশেতে সুন্দর পরিবেশ
দেশ ভ্রমনে এলে পরে পাবেনা কোন ক্লেশ।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২০ রাত ১২:৫২

নেওয়াজ আলি বলেছেন: উগান্ডা নিয়ে বিস্তারিতভাবে লিখবেন একদিন।

২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:০১

শোভন শামস বলেছেন: লেক ভিক্টোরিয়ার পাড়ের এন্টেবি শহরে উগান্ডার আন্তর্জাতিক বিমান বন্দর। উগান্ডার আবহাওয়া চমৎকার। চির বসন্তের দেশ বলা যায়। মাটি লাল এবং উর্বর। এই দেশটা পাশের দেশ তাঞ্জানিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সাউথ সুদানের সাথে বাণিজ্য সম্পর্ক রেখেছে এবং সেসব দেশে পণ্য পাঠায়। ইদি আমিনের সময়ে বিদেশীদেরকে দেশ থেকে জোর করে বের করে দিয়েছিল। এধরনের ঘটনা ভবিষ্যতেও যে কোন সময় হতে পারে। তবে দেশটা ভাল মানুষগুলো ও বেশ ভাল, নিজে সতর্ক ও ভাল থাকলে এখানে সুন্দরভাবে থাকা যায়। সাথে থাকবেন,ধন্যবাদ।

২| ২০ শে জুলাই, ২০২০ ভোর ৬:১৮

ইসিয়াক বলেছেন: পড়লাম

২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:০৩

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন,ধন্যবাদ

৩| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:০৩

শোভন শামস বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম, সাথে থাকবেন,ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.